মহত্ব
কেমন আছে সূর্য?
কত উত্তাপ তার ভিতরে?
পৃথিবী থেকে কতদরে সে?
পৃথিবী সেটা নাই বা জানলো।
সূর্যের আলো উত্তাপে-
পৃথিবী যে ফুল,ফল ও ফসলে,
পরিপূর্ণ হয়েছে -
এটাই কি স্বার্থকতা নয়?
কত উত্তাপ তার ভিতরে?
পৃথিবী থেকে কতদরে সে?
পৃথিবী সেটা নাই বা জানলো।
সূর্যের আলো উত্তাপে-
পৃথিবী যে ফুল,ফল ও ফসলে,
পরিপূর্ণ হয়েছে -
এটাই কি স্বার্থকতা নয়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৯/০৯/২০২০অসাধারণ লেখনী
-
জাকির হোসেন `বিপ্লব' ০৮/০৯/২০২০চমৎকার বাচনে লিখিত মর্মকথ্য সেই "মহত্ব"। অভিনন্দন চিরন্তন।।
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৯/২০২০দারুন লিখেছেন
-
পি পি আলী আকবর ০৭/০৯/২০২০Nice
-
ফয়জুল মহী ০৫/০৯/২০২০অক্ষর বর্ণ ও শব্দ সবই কমনীয় ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৯/২০২০Fantastic.
-
দীপঙ্কর বেরা ০৫/০৯/২০২০ভালো লাগল