জন্মিলে হয় না মানুষ
কু-কর্মের চীপ-
নাম তার সৃষ্টি সেরা জীব।
পশু করে লোভ-
ভুক্তভোগী মানুষের হয় ক্ষোভ।
লোভের পরিণাম পাপ-
পাপকে ক্ষমা করে না স্বয়ং পাপের বাপ।
গোপন প্রকাশে যদি মন্দ কয়-
সেটাই করা পাপ,নিশ্চয় জানিবে তয়।
পরিত্যাগ যদি করতে পারো কুসঙ্গ-
ভাল ভাল কাজ করো,যদি খারাপি হয় ভঙ্গ।
সৃষ্টি মঙ্গলে যদি করো কাজ-
সুযোগে লোভ কভু নাহি করিবে আজ।
প্রলোভনে নাহি হারাবে হুস্-
শিক্ষা দীক্ষায় একদিন হবে মানুষ।
জন্মিলে হয় না মানুষ গুনিজনে কয়-
শত প্রাণ পণ চেষ্টায় মানুষ হতে হয়।
নাম তার সৃষ্টি সেরা জীব।
পশু করে লোভ-
ভুক্তভোগী মানুষের হয় ক্ষোভ।
লোভের পরিণাম পাপ-
পাপকে ক্ষমা করে না স্বয়ং পাপের বাপ।
গোপন প্রকাশে যদি মন্দ কয়-
সেটাই করা পাপ,নিশ্চয় জানিবে তয়।
পরিত্যাগ যদি করতে পারো কুসঙ্গ-
ভাল ভাল কাজ করো,যদি খারাপি হয় ভঙ্গ।
সৃষ্টি মঙ্গলে যদি করো কাজ-
সুযোগে লোভ কভু নাহি করিবে আজ।
প্রলোভনে নাহি হারাবে হুস্-
শিক্ষা দীক্ষায় একদিন হবে মানুষ।
জন্মিলে হয় না মানুষ গুনিজনে কয়-
শত প্রাণ পণ চেষ্টায় মানুষ হতে হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ৩১/০৮/২০২০Valo laglo priyo kobi
-
ফয়জুল মহী ৩১/০৮/২০২০দুর্দান্ত উপস্থাপন ।
-
পি পি আলী আকবর ৩১/০৮/২০২০সুন্দর
-
ইবনে মিজান ৩১/০৮/২০২০সবাই এখন জ্ঞানীরে ভাই
জ্ঞানের নাই অভাব
চুপিসারে মজা মারে
এটাই যে স্বভাব!