মানুষ
"মানুষ "
জন্মিলে হয় না মানুষ যদি না থাকে হুশ্,
বিপদে পড়িলে সবাই হয়ে যায় দিশেহারা বেহুশ।
প্রকৃত মানুষ কাকে বলে?
দূর্দিন দুঃসময় মানুষের সাথে যারা চলে।
আহালে- পাহালে চেনা যায় আত্মীয় সজন,
বৃদ্ধ কালে চেনা যায় পরিবার পরিজন।
বয়স কালে চেনা যায় ভাই-বেরাদার,
আয় রোজগার না থাকিলে চেনা যায় নিজ পরিবার।
দুর্ভিক্ষে চেনা যায় কে কত খাইতে পারে,
বিপদে চেনা যায় বন্ধু কে বা হইতে পারে।
মশা তাড়াতে চেনা যায় আসল ধূপ,
ক্ষমতা পেলে বের হয়ে আসে মানুষের আসল রূপ।
ডাক্তার চেনা যায় হয়ে গেলে রোগী,
মানুষ অমানুষ চেনে যারা ভুক্তভোগী।
জন্মিলে হয় না মানুষ যদি না থাকে হুশ্,
বিপদে পড়িলে সবাই হয়ে যায় দিশেহারা বেহুশ।
প্রকৃত মানুষ কাকে বলে?
দূর্দিন দুঃসময় মানুষের সাথে যারা চলে।
আহালে- পাহালে চেনা যায় আত্মীয় সজন,
বৃদ্ধ কালে চেনা যায় পরিবার পরিজন।
বয়স কালে চেনা যায় ভাই-বেরাদার,
আয় রোজগার না থাকিলে চেনা যায় নিজ পরিবার।
দুর্ভিক্ষে চেনা যায় কে কত খাইতে পারে,
বিপদে চেনা যায় বন্ধু কে বা হইতে পারে।
মশা তাড়াতে চেনা যায় আসল ধূপ,
ক্ষমতা পেলে বের হয়ে আসে মানুষের আসল রূপ।
ডাক্তার চেনা যায় হয়ে গেলে রোগী,
মানুষ অমানুষ চেনে যারা ভুক্তভোগী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০১/০৯/২০২০Extraordinary
-
আব্দুর রহমান আনসারী ০১/০৯/২০২০চমৎকার
-
আলম সারওয়ার ৩০/০৮/২০২০চমত্কার লিখনি কবি
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ৩০/০৮/২০২০Osadharon kobi protiva, valo likhchen priyo kobi, shuvokamona roilo.
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৮/২০২০ভালো।
-
ফয়জুল মহী ৩০/০৮/২০২০Right. Best wishes
-
শ.ম. শহীদ ৩০/০৮/২০২০সঠিক উপলব্ধির প্রকাশ।
শুভেচ্ছা এবং শুভকামনা।