সৎ পথে চলি
"সৎ পথে চলি"
চতুরামি করিয়া, করিলে অর্থ লুট,
গাড়ি বাড়ি আরও কত কি,থাকিবে কি অটুট?
বিদ্যা বুদ্ধির দাপটে করিলে যা অর্জন,
সৃষ্টিকর্তার কাছে তাহা, না হয় সেদিন বর্জন।
ইবাদত করিলে অবৈধ উপার্জনের আহারে,
সৃষ্টিকর্তা কখনো ক্ষমা করিবে না সেদিন তাহারে।
ভেবে দেখ মানুষ সম্পদ কি কাজে আসবে মরণে?
বাব-দাদা মরে গেল সব রেখে, আসে কি তা স্মরণে?
তবে কি লাভ! অবৈধ সম্পদ গড়ে,
ছেলে খাবে,নাতি খাবে, খাবে তাহা পরে।
সময় থাকতে এসো সবে সত্য পথে চলি,
কারও ক্ষতি করিবো না, মুখে মুখে বলি।
চতুরামি করিয়া, করিলে অর্থ লুট,
গাড়ি বাড়ি আরও কত কি,থাকিবে কি অটুট?
বিদ্যা বুদ্ধির দাপটে করিলে যা অর্জন,
সৃষ্টিকর্তার কাছে তাহা, না হয় সেদিন বর্জন।
ইবাদত করিলে অবৈধ উপার্জনের আহারে,
সৃষ্টিকর্তা কখনো ক্ষমা করিবে না সেদিন তাহারে।
ভেবে দেখ মানুষ সম্পদ কি কাজে আসবে মরণে?
বাব-দাদা মরে গেল সব রেখে, আসে কি তা স্মরণে?
তবে কি লাভ! অবৈধ সম্পদ গড়ে,
ছেলে খাবে,নাতি খাবে, খাবে তাহা পরে।
সময় থাকতে এসো সবে সত্য পথে চলি,
কারও ক্ষতি করিবো না, মুখে মুখে বলি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ৩০/০৮/২০২০অসাধারণ লিখনি ।সত্যি অসাধারণ লেখা ।
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ৩০/০৮/২০২০Valo laglo, priyo kobi
-
ফয়জুল মহী ২৯/০৮/২০২০Right
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৮/২০২০হক কথা