সদা সত্য বলি
"সদা সত্য বলি "
আহারে! আশরাফুল মোখলুকাত,
সামান্য লোভে হয়ে গেলি কাত।
ভেবে দেখলিনা তুই সৃষ্টি সেরা জীব,
তৈল থাকিতে নিভিয়ে দিলি জীবন প্রদীপ।
মানুষ হয়ে যদি পশুর মত হয় আচারন,
তবে অমানুষ হতে কে করবে তোকে বারন।
আয় ফিরে আয় ওরে পথ হারা,
কত যে ভাল কাজ হবে তোর দ্বারা।
শুধু পরিত্যাগ কর মিথ্যা বলা,
তা হলে শুরু হবে সত্যের পথে পথ চলা।
পৃথিবীটা তব ছুয়ায় হবে সুন্দর,
সুখের তৃপ্তিতে ভরে যাবে তব অন্তর।
তাই এসো সত্য বলার অভ্যাস করি,
সুখী সুন্দর জীবন গড়ি।
আহারে! আশরাফুল মোখলুকাত,
সামান্য লোভে হয়ে গেলি কাত।
ভেবে দেখলিনা তুই সৃষ্টি সেরা জীব,
তৈল থাকিতে নিভিয়ে দিলি জীবন প্রদীপ।
মানুষ হয়ে যদি পশুর মত হয় আচারন,
তবে অমানুষ হতে কে করবে তোকে বারন।
আয় ফিরে আয় ওরে পথ হারা,
কত যে ভাল কাজ হবে তোর দ্বারা।
শুধু পরিত্যাগ কর মিথ্যা বলা,
তা হলে শুরু হবে সত্যের পথে পথ চলা।
পৃথিবীটা তব ছুয়ায় হবে সুন্দর,
সুখের তৃপ্তিতে ভরে যাবে তব অন্তর।
তাই এসো সত্য বলার অভ্যাস করি,
সুখী সুন্দর জীবন গড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৮/২০২০সত্য বলাটা আমাদের ধর্ম।
-
ফয়জুল মহী ১৫/০৮/২০২০অক্ষর বর্ণ ও শব্দ সবই কমনীয় । বুদ্ধিদীপ্ত কলমে সৃষ্টিশীল লেখনী ।
-
আব্দুর রহমান আনসারী ১৫/০৮/২০২০সুন্দর