রাজনীতি
সেদিন তো বর্ষা ছিল-
নিরবে কেঁদেছে বাংলা শব্দ হয়নি,
হৃদয়ের ক্ষত দিয়ে ঝরেছে রক্ত অবিরাম,
পশুরা হেঁসেছে,করেছে উৎসব।
এক ঝাঁক কাক ঢাকার আকাশে -
শোক বার্তা প্রকাশ করেছে সেদিন,
উড়েছে ঘুরেছে চারদিক,
আর সুযোগ খুঁজেছে অনেকে সেদিন,
সুযোগ খুঁজেছে ঠিক আজকের মতন।
ক্ষমতা কেড়েছে সেদিন -
ঠিক আজকের মতন,তবে আজ অন্যরকম,
রাজনীতি দেশের জন্য, মানুষের জন্য,
জীবন দিয়ে করেছে প্রমাণ,
বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান।
নিরবে কেঁদেছে বাংলা শব্দ হয়নি,
হৃদয়ের ক্ষত দিয়ে ঝরেছে রক্ত অবিরাম,
পশুরা হেঁসেছে,করেছে উৎসব।
এক ঝাঁক কাক ঢাকার আকাশে -
শোক বার্তা প্রকাশ করেছে সেদিন,
উড়েছে ঘুরেছে চারদিক,
আর সুযোগ খুঁজেছে অনেকে সেদিন,
সুযোগ খুঁজেছে ঠিক আজকের মতন।
ক্ষমতা কেড়েছে সেদিন -
ঠিক আজকের মতন,তবে আজ অন্যরকম,
রাজনীতি দেশের জন্য, মানুষের জন্য,
জীবন দিয়ে করেছে প্রমাণ,
বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৫/০৮/২০২০ভালোই
-
ফয়জুল মহী ১৫/০৮/২০২০নিপুণ রচনাশৈলী
ভীষণ ভালো লাগলো -
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৮/২০২০খুবই ভালো লেগেছে।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৮/২০২০দারুন