দোষ
দোষ"
দোষ খুজো পরের -
খোজ কি আছে ঘরের?
কত দোষে দুষি তুমি!
জানে তাহা অন্তর জামী।
মুখোস পড়ে ঘুরি সবে,
যদি কৃতকর্ম প্রকাশ পায় ভবে!
লজ্জা কি পাবে না তুমি?
বাদ কি পড়বো হেথা আমি?
ভাবো না একটু বসে একাকী,
কি করেছো? আর কি আছে বাকী।
তাই নিজের দোষ খুজো আগে,
যদি শুভবুদ্ধি অন্তরে জাগে।
দোষ খুজো পরের -
খোজ কি আছে ঘরের?
কত দোষে দুষি তুমি!
জানে তাহা অন্তর জামী।
মুখোস পড়ে ঘুরি সবে,
যদি কৃতকর্ম প্রকাশ পায় ভবে!
লজ্জা কি পাবে না তুমি?
বাদ কি পড়বো হেথা আমি?
ভাবো না একটু বসে একাকী,
কি করেছো? আর কি আছে বাকী।
তাই নিজের দোষ খুজো আগে,
যদি শুভবুদ্ধি অন্তরে জাগে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ১৮/০৮/২০২০সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ১৫/০৮/২০২০উপভোগ্য
-
আব্দুর রহমান আনসারী ১৫/০৮/২০২০অনেক উপভোগ্য
-
কে. পাল ১৪/০৮/২০২০Valo
-
ফয়জুল মহী ১৪/০৮/২০২০চমৎকার একটা লেখা পড়ে গেলাম.
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৮/২০২০দারুন