www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হলুদ ক্ষেতে

চৌকিতে মামা শয়নরত। ফজরের নামাজ পড়ে আবার একটা জব্বর ঘুম, কারন কলেজ বন্ধের দিন।বাংলায় তখন শরৎকাল। এপাশ ওপাশ করতেই চোখ পড়লো দরজার দিকে। মুহুর্তে বাক রুদ্ধ অবস্থা! একটা গোখরো সাপ, চৌকির দিকে ফণা তুলে আছে! মামা চুপটি করে শুয়ে সাপের দিকেই তাকিয়ে আছে, দুই মিনিট পর সাপটা পাশের হলুদ ক্ষেতে চলে গেল। ভাগ্নে আলিম আসলে ঘটনাটি মামা বললো। পাবনায় প্রচুর হলুদ উৎপন্ন হয়।মামা-ভাগ্নের ঘরটি বাড়ির বাহিরে, ছনের ঘর, পাট খড়ির বেড়া,খুব আরামদায়ক মনে হয় গরীবের এয়ার কন্ডিশন। বিপত্তি ঘটলো রাতে,পড়া শেষ করে শয়নরত দুজনায়, ঘুম -ঘুম ভাব, হারিক্যান নিভানো, হঠাৎ চৌকির নীচে সাপে ব্যাঙ ধরার শব্দ! ভয়ে মামা -ভাগ্নের বেহাল অবস্থা! সকালেই তো ঘরের সামনে সাপ এসেছিল। মামা -ভাগ্নে চিৎকার শুরু করলো।আশে পাশের লোকজন সাপ মারার জন্য লাঠি শোটা,ফালা, টেটা, টর্চ লাইট ইত্যাদি নিয়ে ছুটে এলো। তখনো ব্যঙ হলুদ ক্ষেতে ডাকছে। কেউ বললো হলুদ ক্ষেতে গিয়াছে, যাকগে, রাতে ঝামেলা করে কি লাভ? আবার অনেকে বললো না সাপ মারতেই হবি।যা হোক কেউ লাইট মারে,কেউ বাঁশ দিয়ে হলুদ গাছ ফাঁকা করে, এভাবে আরো এক ঘণ্টা কেটে গেল,লোকজন যতোই এগুয় সাপ ততোই সরে যায়।চেষ্টার এক পর্যায় সাপ তখন রাস্তায় উঠে গেছে। লাইট দিয়ে যা দেখা গেল তা অবিশ্বাস্য! যে দেখে সেই ধুর্ ধুর্ করে চলে যাচ্ছে। যে দেখে নাই সে বলে কি হইছে তোরা চলে যাচ্ছিস ক্যা? আসলে সাপে ব্যঙ ধরে নাই, ব্যঙ ধরেছে ছুচোয়!
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৩০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast