কার বাড়ি
"কার বাড়ি "
অতিশীঘ্রই বেদখল হবে তব বাড়ি,
শূন্য হাতে যেতে হবে সব ছাড়ি।
পর্যায়ক্রমে আছে দাড়িয়ে,
ছেলে মেয়ে নাতি নাতনি ছাড়িয়ে,
পুতির ঘরের নাতি আরও কত জন!
অন্যায় ভাবে করিয়া উপার্জন!
বানিয়েছ যে ঘর বাড়ি,
যেতে হবে একদিন তাও ছাড়ি।
বড় বোকা সেই জন!
অন্যায় পথে যে করে উপার্জন!
দাদার দাদা কি আছে বেচে আজ?
কি আশায় কর তুৃমি এ সমস্ত কাজ।
ভাইকে ঠকাও,বোনকে ঠকাও, ঠকাও সুকৌশলে।
সমাজকে ঠকাও, দেশকে ঠকাও মেধা আর শক্তি বলে।
যদি হয় বিচার পরপারে, কি হবে তোমার?
ভেবে দেখ কেমনি হবে পুলসিরাত পার!
তাই বলি আর নয় অন্যায় উপার্জন,
জনসেবা করে কাটাও বাকীটা জীবন।
অতিশীঘ্রই বেদখল হবে তব বাড়ি,
শূন্য হাতে যেতে হবে সব ছাড়ি।
পর্যায়ক্রমে আছে দাড়িয়ে,
ছেলে মেয়ে নাতি নাতনি ছাড়িয়ে,
পুতির ঘরের নাতি আরও কত জন!
অন্যায় ভাবে করিয়া উপার্জন!
বানিয়েছ যে ঘর বাড়ি,
যেতে হবে একদিন তাও ছাড়ি।
বড় বোকা সেই জন!
অন্যায় পথে যে করে উপার্জন!
দাদার দাদা কি আছে বেচে আজ?
কি আশায় কর তুৃমি এ সমস্ত কাজ।
ভাইকে ঠকাও,বোনকে ঠকাও, ঠকাও সুকৌশলে।
সমাজকে ঠকাও, দেশকে ঠকাও মেধা আর শক্তি বলে।
যদি হয় বিচার পরপারে, কি হবে তোমার?
ভেবে দেখ কেমনি হবে পুলসিরাত পার!
তাই বলি আর নয় অন্যায় উপার্জন,
জনসেবা করে কাটাও বাকীটা জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মাহাবুবুর রহমান পথিক ১৪/০৮/২০২০অন্যায় নিয়ে দারুণ লিখেছেন কবি
-
কুমারেশ সরদার ১৪/০৮/২০২০সাধু ! সাধু!
-
ফয়জুল মহী ১৩/০৮/২০২০ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো ..
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৮/২০২০খুব ভালো হয়েছে।