ভাল লাগা
"ভাল লাগা"
- মোঃ জাহাঙ্গীর হোসাইন
ভাল লাগতে পারে চাঁদ,
ভুলেও তার দিকে বাড়াবে না হাত।
ভাল লাগতে পারে ফুটোন্ত পদ্ম,
সাঁতার না জেনে হাত বাড়াবে না অদ্য।
গোলাপকে ছিঁড়তে গেলে কাঁটা খেতে হবে,
কষ্ট ছাড়া সমৃদ্ধি ঘটবে না এই ভবে।
সুন্দরকে সবারই ভাল লাগে,সবাই পেতে চায়,
নিজেকে মানুষের মত যে গড়তে পারে, সেই তো পায়।
জোড় করে পাওয়া তো নয় প্রকৃত পাওয়া,
একদিন দেখবে সবই হয়ে যাবে হাওয়া।
আবেগ দিয়ে কবিতা লেখা যায়,পৃথিবী চলে না,
নিজেকে যোগ্য করে তোল,তাপ ছাড়া বরফও গলে না।
অসম্ভবকে যত এড়ানো যায়,
অনাবশ্যক দুঃখ লাগবে না তার গায়।
নিজেকে তৈরী কর শুধুই নিজের তরে,
সুখ আর সমৃদ্ধি ঘুরাঘুরি করবে তব ঘরে।
- মোঃ জাহাঙ্গীর হোসাইন
ভাল লাগতে পারে চাঁদ,
ভুলেও তার দিকে বাড়াবে না হাত।
ভাল লাগতে পারে ফুটোন্ত পদ্ম,
সাঁতার না জেনে হাত বাড়াবে না অদ্য।
গোলাপকে ছিঁড়তে গেলে কাঁটা খেতে হবে,
কষ্ট ছাড়া সমৃদ্ধি ঘটবে না এই ভবে।
সুন্দরকে সবারই ভাল লাগে,সবাই পেতে চায়,
নিজেকে মানুষের মত যে গড়তে পারে, সেই তো পায়।
জোড় করে পাওয়া তো নয় প্রকৃত পাওয়া,
একদিন দেখবে সবই হয়ে যাবে হাওয়া।
আবেগ দিয়ে কবিতা লেখা যায়,পৃথিবী চলে না,
নিজেকে যোগ্য করে তোল,তাপ ছাড়া বরফও গলে না।
অসম্ভবকে যত এড়ানো যায়,
অনাবশ্যক দুঃখ লাগবে না তার গায়।
নিজেকে তৈরী কর শুধুই নিজের তরে,
সুখ আর সমৃদ্ধি ঘুরাঘুরি করবে তব ঘরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ কুমার ২০/০৮/২০২০খুব ভাল
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৮/২০২০চমৎকার
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৮/২০২০বেশ ভালো লেগেছে প্রিয় কবি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০৮/২০২০চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৮/২০২০excellent!
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৮/২০২০মনোহরণ।
-
ফয়জুল মহী ১২/০৮/২০২০চমৎকার শব্দ বুননে অসাধারণ উপস্থাপন I পড়ে ভালো লাগলো l