কাণ্ডারি
যে কাজ আমরা পারি নাই,তোমরা করে দেখাবে তাই,
যত বাধা আসুক, বাংলার ভবিষ্যৎ কাণ্ডারি তোমরাই।
আমরা দিয়েছি স্বাধীন রাষ্ট্র, তোমরা গড়বে দেশ,
তোমাদের গৌরব গাথা, হবে না কোন দিন শেষ।
কেউবা হবে ডাক্তার , কেউবা হবে ইন্জিনিয়ার, কেউ বা হবে কবি,
সোনার দেশে সোনার ছেলেরা, আরও কত কি যে হবি।
কেউবা ছোট কেউবা বড় নাই ভেদাভেদ তাই,
দেশের জন্য কাজ করে যাব, দেশটা তো সবার ভাই।
যখন দেখি দুর্নীতি আর অন্যা হয় বলিয়ান,
বড় কষ্ট লাগে, ভাবি-বৃথাই তাঁরা দিয়ে গেছে প্রান।
অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে যখন চলে অভিযান,
বড় তৃপ্তি লাগে,আশায় জেগে উঠে প্রাণ।
যত বাধা আসুক, বাংলার ভবিষ্যৎ কাণ্ডারি তোমরাই।
আমরা দিয়েছি স্বাধীন রাষ্ট্র, তোমরা গড়বে দেশ,
তোমাদের গৌরব গাথা, হবে না কোন দিন শেষ।
কেউবা হবে ডাক্তার , কেউবা হবে ইন্জিনিয়ার, কেউ বা হবে কবি,
সোনার দেশে সোনার ছেলেরা, আরও কত কি যে হবি।
কেউবা ছোট কেউবা বড় নাই ভেদাভেদ তাই,
দেশের জন্য কাজ করে যাব, দেশটা তো সবার ভাই।
যখন দেখি দুর্নীতি আর অন্যা হয় বলিয়ান,
বড় কষ্ট লাগে, ভাবি-বৃথাই তাঁরা দিয়ে গেছে প্রান।
অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে যখন চলে অভিযান,
বড় তৃপ্তি লাগে,আশায় জেগে উঠে প্রাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১১/০৮/২০২০প্রানীত হলাম
-
ফয়জুল মহী ১১/০৮/২০২০দুর্দান্ত সাবলীল ও অনিন্দ্য সুন্দর উপস্থাপন । ভালো লাগা অবিরাম