মনুষত্ব
বাংলা দেশে হইল কি?
প্রায় সবাই করে চালাকি।
সত্য কথা নাহি বলে,
সুকৌশলে সবাই চলে।
বোকা যারা ফাঁদে পড়ে,
চালাক সবে মজা মারে।
সত্য কথার নেইকো ভাত,
মিথ্যে মারে বাজি মাত।
চক্ষু লজ্জার নেইকো লেশ,
মনুষত্ব হইল শেষ।
কাজের লোকের নেইকো দাম,
তাই তো হলো বিধি বাম।
প্রায় সবাই করে চালাকি।
সত্য কথা নাহি বলে,
সুকৌশলে সবাই চলে।
বোকা যারা ফাঁদে পড়ে,
চালাক সবে মজা মারে।
সত্য কথার নেইকো ভাত,
মিথ্যে মারে বাজি মাত।
চক্ষু লজ্জার নেইকো লেশ,
মনুষত্ব হইল শেষ।
কাজের লোকের নেইকো দাম,
তাই তো হলো বিধি বাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১০/০৮/২০২০সত্যই তো কী হোলো
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৮/২০২০সত্য কথা।
-
ফয়জুল মহী ১০/০৮/২০২০নান্দনিক ও সুনিপুন প্রকাশ।