মীর জাফর
করিলে খনন কুপ,পরের তরে,
অনতিবিলম্বে সেই কুপে সে পড়ে।
ধৈর্য ধারণ করা যদিও বড় কঠিন,
অপেক্ষায় গুনতে থাকো সেই দিন।
হায়াতে যদি থাকো বেঁচে,
সেই দিন আপনি আসবে নেচে।
মীর জাফরের মীর জাফর গিরি,
আপনি তৈরি করে ধ্বংসের সিঁড়ি।
বিশেষ্য হয়ে যায় বিশেষণ,
মীর জাফরই জানে সেকি কারন?
আজও অমানুষকে ডাকে সেই নামে,
বিশ্বাসঘাতকতা করে যে এই ধামে।
মানুষ হয়ে যায় অমানুষ লোভে পড়ে,
কাটিয়া খাল অনেকেই কুমির আনে ঘরে।
অনতিবিলম্বে সেই কুপে সে পড়ে।
ধৈর্য ধারণ করা যদিও বড় কঠিন,
অপেক্ষায় গুনতে থাকো সেই দিন।
হায়াতে যদি থাকো বেঁচে,
সেই দিন আপনি আসবে নেচে।
মীর জাফরের মীর জাফর গিরি,
আপনি তৈরি করে ধ্বংসের সিঁড়ি।
বিশেষ্য হয়ে যায় বিশেষণ,
মীর জাফরই জানে সেকি কারন?
আজও অমানুষকে ডাকে সেই নামে,
বিশ্বাসঘাতকতা করে যে এই ধামে।
মানুষ হয়ে যায় অমানুষ লোভে পড়ে,
কাটিয়া খাল অনেকেই কুমির আনে ঘরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ০৭/০৮/২০২০বিশ্বসঘাতকের অতুলনীয় উদাহরণ মীরজাফর আর মুসতাক।
-
Md. Rayhan Kazi ০৭/০৮/২০২০বাহ্ চমৎকার লেখনী।
-
পি পি আলী আকবর ০৭/০৮/২০২০বাহ্
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৮/২০২০মনোমুগ্ধকর।
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৮/২০২০বাঃ
ব্লগে স্বাগতম।
আর শুভেচ্ছা। -
ফয়জুল মহী ০৫/০৮/২০২০নন্দিত অনুভূতি চলনসই প্রকাশ