www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করোনা

হায়রে হায় করোনা -
ক্ষমতা তোমার অল্প না।
ফকির থেকে রাজা সবাই হলো বন্ধী,
করো সাথেই নেইকো তোমার সন্ধি।
ধর্ম বর্ণ নেইকো ভেদাভেদ,
আবাল বৃদ্ধ বনিতা সবাই হচ্ছে ছেদ।
কি যে তোমার ধীর-স্থির শক্তি!
কে বা হবে বলি আর কে বা পাবে মুক্তি।
যতই হোক ক্ষমতাবান আর পরাশক্তি,
কারো মুখেই নেই, সীমালঙ্ঘনের তথাকথিত সেই উক্তি।
জোর- জুলুমের স্রোতের হয়েছে কি ধীরগতি?
অকাম- কুকামেরও বুঝা যাচ্ছে না কোন মতিগতি।
হায়া- পর্দার কি অবস্থা? নহে অনুমান,
লজ্জাহীনের হয়েছি কি লজ্জা? তাও বেমানান।
পাপ আর অন্যায় সম্বন্ধে যারা ছিল বেখেয়াল,
বুঝতে পেরেছে কি তারা,ছাড়তে পেরেছি কি পাপের মায়াজাল?
ধর্ম কর্ম সর্বত্রই ছিল চাটুকারদের আনাগোনা,
রাও নেই কারো, সবারই কি হয়েছে বুঝাশুনা?
বুঝতে পেরেছে কি? অন্যের হক হরনকারী?
নাকি, আজও আছে তাদের চরম বাড়াবাড়ি।
কোন বাঁধা ছিলনা,মূর্খের জ্ঞানী হওয়া
অবৈধ উপার্জনকারীর সমাজে প্রথম সারিতে যাওয়া।
কদর ছিল না সৎপথে উপার্জনকারীর,
হক কথা বলে নাজেহাল হতে হতো নিজ নারীর।
আমরা যারা ব্যস্ত মহাব্যস্ত সময় ছিল না তার,।
প্রচুর সময় এখন হিসাব- নিকাশের যোগফল মিলাবার।
অন্যায় করেছি জুলুম করেছি নিজ নফছের সাথে,
অনুতপ্ত হই তওবা করি,সৃষ্টিকর্তা যদি ক্ষমা করে তাতে।
পাপে পাপে ভরা, পরিপূর্ণ পৃথিবীর বুক!
করোনার তাড়নায় হয়তো পৃথিবী, পাবে একটু সুখ।
যার যায়, কষ্ট তার হায়! কারো নাহি কিছু করার,
দোয়া কর সবে,সৎমানুষ যেন রেহাই পাক হাত থেকে করোনার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast