পানতা
চাষ করে চাষা,
বুক ভরা আশা,
ভয়হীন তাদের ভাষা,
বুদ্ধিও তাদের খাসা।
নাস্তা তাদের পানতা ভাত,
পিয়াজ কাঁচা মরিচ সহজাত,
লবন পানির সরবত,
যা ঠাণ্ডা রাখে আঁত।
যুগ যুগ পরে,
জ্ঞানীদের মাথায় ধরে,
স্যালাইন তৈরী করে,
যাতে ডিহাইড্রেশনে না ধরে।
বুক ভরা আশা,
ভয়হীন তাদের ভাষা,
বুদ্ধিও তাদের খাসা।
নাস্তা তাদের পানতা ভাত,
পিয়াজ কাঁচা মরিচ সহজাত,
লবন পানির সরবত,
যা ঠাণ্ডা রাখে আঁত।
যুগ যুগ পরে,
জ্ঞানীদের মাথায় ধরে,
স্যালাইন তৈরী করে,
যাতে ডিহাইড্রেশনে না ধরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ০২/০৮/২০২০করোনা বন্যায় এবারের ঈদ, ঈদ মোবারাক ঈদ ।
-
প্রদীপ কুমার ০১/০৮/২০২০ভালো লাগলো কবি
-
রূপক কুমার রক্ষিত ০১/০৮/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ০১/০৮/২০২০সুশোভিত ও সৌন্দর্যময় কথামালা
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৮/২০২০অনেক ভালো।ইদ মোবারক।
-
আব্দুর রহমান আনসারী ০১/০৮/২০২০সাধারন সত্য
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০৮/২০২০সুন্দর।