গ্রামের পোলা
আমরা গ্রামের পোলা,
খাইতে জানি পোড়াইয়া ছোলা।
ধরতে জানি সব ধরনের মাছ,
চড়তে পারি যতই বড় হোক না কেন গাছ।
পাড়তে পারি আম, জাম আরও নারিকেল,
কাঁটা খেয়ে ক্ষান্ত নই, পাড়ি বড়ই-বেল।
করতে পারি সব ধরনের চাষ,
মাটির ঘরেও করতে পারি বাস।
হাটতে পারি লম্বা বালির চর,
সাঁতার দিতেও পাইনা কভু ডর।
কলার ভেলায় ভাসতে পারি,
শাপলা তুলেও আনি বাড়ি।
পানির সাথে, মাটির সাথে করি মোরা খেলা,
ছোট্ট ঘরে ফিরে আসি প্রতি সন্ধ্যা বেলা।
জলে ডুবি,রৌদ্রে পুড়ি তবু আছি বেশ,
আপন দেহের রক্ত ঘামে গড়ি বাংলাদেশ।
খাইতে জানি পোড়াইয়া ছোলা।
ধরতে জানি সব ধরনের মাছ,
চড়তে পারি যতই বড় হোক না কেন গাছ।
পাড়তে পারি আম, জাম আরও নারিকেল,
কাঁটা খেয়ে ক্ষান্ত নই, পাড়ি বড়ই-বেল।
করতে পারি সব ধরনের চাষ,
মাটির ঘরেও করতে পারি বাস।
হাটতে পারি লম্বা বালির চর,
সাঁতার দিতেও পাইনা কভু ডর।
কলার ভেলায় ভাসতে পারি,
শাপলা তুলেও আনি বাড়ি।
পানির সাথে, মাটির সাথে করি মোরা খেলা,
ছোট্ট ঘরে ফিরে আসি প্রতি সন্ধ্যা বেলা।
জলে ডুবি,রৌদ্রে পুড়ি তবু আছি বেশ,
আপন দেহের রক্ত ঘামে গড়ি বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৬/০৭/২০২০অনন্য সাধারণ লেখনশৈলী। পাড়ে আবির্ভূত হলাম শুভকামনা রইলো
-
মোঃ রাশিদুল ইসলাম ২৬/০৭/২০২০অসাধারণ
-
আনিছুল ইসলাম বিপ্লব ২৫/০৭/২০২০দারুণ লিখেছেন কবি।
-
ফয়জুল মহী ২৫/০৭/২০২০অনিন্দ্য সুন্দর উপস্থাপন । ভালো লাগা অবিরাম ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৭/২০২০বেশ বেশ বেশ।