বাংগালী হও
যদি সুস্থ থাকতে চাও-
নবাবী ভুলে আবার বাংগালী হও।
বাড়ির পাশে কিংবা ছাদকে বাগান বানাও,
চিকন চাল বাদ দিয়ে আবার মোটা খাও,
অসৎ ব্যবসার বুকে লাথি দাও।
যদি সুস্থ থাকতে চাও-
নবাবী ভুলে আবার বাংগালী হও।
ধান থেকে আগের মত চাল বানাও,
দোকানে তৈরি খাদ্যাভ্যাস বাদ দাও,
অন্যের উপর নির্ভশীলতা কমাও।
যদি সুস্থ থাকতে চাও-
নবাবী ভুলে আবার বাংগালী হও।
নবাবী ভুলে আবার বাংগালী হও।
বাড়ির পাশে কিংবা ছাদকে বাগান বানাও,
চিকন চাল বাদ দিয়ে আবার মোটা খাও,
অসৎ ব্যবসার বুকে লাথি দাও।
যদি সুস্থ থাকতে চাও-
নবাবী ভুলে আবার বাংগালী হও।
ধান থেকে আগের মত চাল বানাও,
দোকানে তৈরি খাদ্যাভ্যাস বাদ দাও,
অন্যের উপর নির্ভশীলতা কমাও।
যদি সুস্থ থাকতে চাও-
নবাবী ভুলে আবার বাংগালী হও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৫/০৭/২০২০মনোহরণ করেছে
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৭/২০২০অনেক অনেক সুন্দর। আসলে বাঙ্গালী হতে হবে। তবেই মুক্তি।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/০৭/২০২০সুন্দর।
-
ফয়জুল মহী ২৩/০৭/২০২০মনোমুগ্ধকর