ষড় ঋতুর বাংলা দেশ
তোমাকে ভাল বাসি তাই আমি কবি,
তোমাকে নিয়ে মনের অজান্তে আঁকি কত ছবি।
তোমার স্নেহ আদরে মাখা মাখি,
যত দেখি মন ভরে,ফেরেনি আখিঁ।
তোমার শ্যামল আঁচলের পরশে,
আমার দেহ মন ভরে যেত ষোড়শে।
তোমার রূপের বৈচিত্রে মুগ্ধ মন,
ঋতু ভেদে তব রূপের ভিন্ন পরিবর্তন।
আমায় আকৃষ্ট করে তব রূপের ভিন্নতায়,
যত হেরি তব রূপ,মোর চোখ ততো ঝলসায়।
বর্ষায় তব দেখি নব যৌবন বেশে,
তরঙ্গ খেলে তব বুকে হেঁসে হেঁসে।
তরুণ তরুণী কি মায়ার আকর্ষণে,
অনুভবে শীতল পরশ তব ঘন বরষণে।
শরতের চক চকে জ্যোৎস্নায়,
তব রূপ ফুটে উঠে কাশ,পদ্ম শাপলায়।
হেমন্তে তব বুকে উৎসবে মাতি,
নবান্নে গাহি তব সুখ্যাতি।
কনকনে শীতে কুয়াশার চাদরে,
ভালবেসে তুমি রাখ মোরে আদরে।
ফুলের পাঁপড়িতে ভরা তব রূপ বসন্তে,
পাগল হয়ে যাই আমি নিজের অজান্তে।
গ্রীষ্মের দুপুরে ছায়ার মত থাকো তুমি,
তব সুস্বাদু ফলের মহড়ায় আত্মহারা আমি।
ষড় ঋতুতে তুমি থাকো মোর পাশে,
তাই তো ভুলিতে পারিনা তোমায় বার মাসে।
তোমাকে নিয়ে মনের অজান্তে আঁকি কত ছবি।
তোমার স্নেহ আদরে মাখা মাখি,
যত দেখি মন ভরে,ফেরেনি আখিঁ।
তোমার শ্যামল আঁচলের পরশে,
আমার দেহ মন ভরে যেত ষোড়শে।
তোমার রূপের বৈচিত্রে মুগ্ধ মন,
ঋতু ভেদে তব রূপের ভিন্ন পরিবর্তন।
আমায় আকৃষ্ট করে তব রূপের ভিন্নতায়,
যত হেরি তব রূপ,মোর চোখ ততো ঝলসায়।
বর্ষায় তব দেখি নব যৌবন বেশে,
তরঙ্গ খেলে তব বুকে হেঁসে হেঁসে।
তরুণ তরুণী কি মায়ার আকর্ষণে,
অনুভবে শীতল পরশ তব ঘন বরষণে।
শরতের চক চকে জ্যোৎস্নায়,
তব রূপ ফুটে উঠে কাশ,পদ্ম শাপলায়।
হেমন্তে তব বুকে উৎসবে মাতি,
নবান্নে গাহি তব সুখ্যাতি।
কনকনে শীতে কুয়াশার চাদরে,
ভালবেসে তুমি রাখ মোরে আদরে।
ফুলের পাঁপড়িতে ভরা তব রূপ বসন্তে,
পাগল হয়ে যাই আমি নিজের অজান্তে।
গ্রীষ্মের দুপুরে ছায়ার মত থাকো তুমি,
তব সুস্বাদু ফলের মহড়ায় আত্মহারা আমি।
ষড় ঋতুতে তুমি থাকো মোর পাশে,
তাই তো ভুলিতে পারিনা তোমায় বার মাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৪/০৭/২০২০অসাধারণ লেখনী
-
রূপক কুমার রক্ষিত ২৩/০৭/২০২০সুন্দর লিখেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০৭/২০২০দারুণ...
-
ফয়জুল মহী ২২/০৭/২০২০সুন্দর লেখা । ভালো লাগলো।