কুপ্রবৃত্তি
"কুপ্রবৃত্তি"
কুপ্রবৃত্তির মধ্যে কোন কল্যাণ নাই,
নাই গর্ব করার মত কিছু।
তবু মানুষ দলে দলে ঘুরে,
সেই কুপ্রবৃত্তির পিছু পিছু।
কুপ্রবৃত্তি সবার মনে,
দিতে চায় কুমন্ত্রণা।
যে পড়েছে তার ফাঁদে সেই বুঝে,
নিজ ভ্রমের কত যন্ত্রণা!
কাপুরুষের মত কুপ্রবৃত্তির কাছে,
মানলে পরাজয়।
আপনজনদের মনে কষ্ট দিলি,
তোর নাই কোন ভয়?
নিজের সুখের তরে,
কষ্ট দিয়ে আপন গুরুজন।
দুঃখ ছাড়া এ পৃথিবীতে,
সুখ কিনতে পেরেছে কতজন?
যদি থাকে ধৈর্য বীর্য যুদ্ধ কর,
নিজ নফসের সাথে।
ইহকালেও কল্যাণ হবে,
পরকালেও থাকবে শান্তির সাথে!
কুপ্রবৃত্তির মধ্যে কোন কল্যাণ নাই,
নাই গর্ব করার মত কিছু।
তবু মানুষ দলে দলে ঘুরে,
সেই কুপ্রবৃত্তির পিছু পিছু।
কুপ্রবৃত্তি সবার মনে,
দিতে চায় কুমন্ত্রণা।
যে পড়েছে তার ফাঁদে সেই বুঝে,
নিজ ভ্রমের কত যন্ত্রণা!
কাপুরুষের মত কুপ্রবৃত্তির কাছে,
মানলে পরাজয়।
আপনজনদের মনে কষ্ট দিলি,
তোর নাই কোন ভয়?
নিজের সুখের তরে,
কষ্ট দিয়ে আপন গুরুজন।
দুঃখ ছাড়া এ পৃথিবীতে,
সুখ কিনতে পেরেছে কতজন?
যদি থাকে ধৈর্য বীর্য যুদ্ধ কর,
নিজ নফসের সাথে।
ইহকালেও কল্যাণ হবে,
পরকালেও থাকবে শান্তির সাথে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ২১/০৭/২০২০Fine
-
ফয়জুল মহী ২১/০৭/২০২০Very good post