শিক্ষা
"শিক্ষা"
শিক্ষা অর্জন করেছো!
জ্ঞান অর্জন করেছো!
তবে শ্রেণি বিভাজন কেন করো?
কৃষক, শ্রমিক, কামারের মত
তোমারও শরীর মনে করো।
অহংকার ভুলে যাও,
তুমিও পরিশ্রম করে,
খাদ্য অন্বেষণ যেন করো।
স্রষ্টার কাছে চাও,
বোকার মত সৃৃষ্টির কাছে,
কেন ধর্না ধরো?
কোন কাজই ছোট নয়,
কাজকে যারা ছোট মনে করে,
তাদেরকে তুমি,
নিজেও ঘৃনা করো।
শিক্ষা অর্জন করেছো!
জ্ঞান অর্জন করেছো!
তবে শ্রেণি বিভাজন কেন করো?
কৃষক, শ্রমিক, কামারের মত
তোমারও শরীর মনে করো।
অহংকার ভুলে যাও,
তুমিও পরিশ্রম করে,
খাদ্য অন্বেষণ যেন করো।
স্রষ্টার কাছে চাও,
বোকার মত সৃৃষ্টির কাছে,
কেন ধর্না ধরো?
কোন কাজই ছোট নয়,
কাজকে যারা ছোট মনে করে,
তাদেরকে তুমি,
নিজেও ঘৃনা করো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ১৮/০৭/২০২০প্রকৃত শিক্ষায় অহংকার থাকে না। যে কোন পরিবেশে নিজেকে খাব খাওয়াতে পারাটাই তার শিক্ষার পরিমাপ।
-
Md. Rayhan Kazi ১৭/০৭/২০২০আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো৷ আত্মোপলব্ধির অনন্য প্রকাশ। শুভকামনা রইলো প্রিয়৷
-
এম. মাহবুব মুকুল ১৬/০৭/২০২০সম্মানিত কবি যারা স্কুলে পড়েছে চাকরি করে তারাই শ্রেণি বিভাজন করে। ধন্যবাদ।
-
ফয়জুল মহী ১৫/০৭/২০২০ব্যতিক্রম লেখা পড়লাম
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৭/২০২০শিক্ষা অমূল্য।