সাফল্য
"সাফল্য "
ভোরে নামাজ শেষে টবে পানি দিতে গেলাম ভাই,
গোলাপের কাঁটা খেলাম, তাতে দুঃখ নাই।
গোলাপ তো পেয়েছি, তাতেই খুশি,
কষ্ট পেয়েছি অল্পক্ষণ, সৌন্দর্য উপভোগ করেছি অনেক বেশী।
ভাল কিছু পেতে হলে কষ্ট কর ভবে,
বিনা পরিশ্রমে কে কি পেয়েছে কবে?
বৃথা সময় করিলে অপচয়,
বিফলতার আশঙ্কা, থাকে মনে ভয়।
সময়ের কাজ যদি করি সময়মত,
আসবে সফলতা আসবে সুখ্যাতি যত।
ছবিতে থাকতে পারে: ফুল, চারাগাছ এবং প্রকৃতি
ভোরে নামাজ শেষে টবে পানি দিতে গেলাম ভাই,
গোলাপের কাঁটা খেলাম, তাতে দুঃখ নাই।
গোলাপ তো পেয়েছি, তাতেই খুশি,
কষ্ট পেয়েছি অল্পক্ষণ, সৌন্দর্য উপভোগ করেছি অনেক বেশী।
ভাল কিছু পেতে হলে কষ্ট কর ভবে,
বিনা পরিশ্রমে কে কি পেয়েছে কবে?
বৃথা সময় করিলে অপচয়,
বিফলতার আশঙ্কা, থাকে মনে ভয়।
সময়ের কাজ যদি করি সময়মত,
আসবে সফলতা আসবে সুখ্যাতি যত।
ছবিতে থাকতে পারে: ফুল, চারাগাছ এবং প্রকৃতি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ১৪/০৭/২০২০দারুণ।
-
Md. Rayhan Kazi ১৩/০৭/২০২০বাহ্ চমৎকার
-
ফয়জুল মহী ১৩/০৭/২০২০অত্যন্ত মনোমুদ্ধকর লেখা ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০৭/২০২০ভালো