বহু বছর পর নিজ জন্মস্থান ও ঘরে টানা ১০০ দিন
পরিবারের সঙ্গে থাকতে কার না ভালো লাগে, কিন্তু আমার ব্যাপারটা ভিন্ন। যবে থেকে এইচ. এস. সি. পাশ করেছি, উচ্চশিক্ষা আর চাকুরির সুবাদে নিজ জন্মস্থান ও পরিবারের সাথে টানা ১০০ দিন থাকার সৌভাগ্য হয়নি এর আগে।
বহুকাল পরে পিতা-মাতা, ভাই-বোন সবার সাথে আনন্দঘন ও অতীত স্মৃতিচারণ করে সময় কাটাছি। মায়ের মমতাভরা হাতের রান্না টানা ১০০ দিন খাওয়ার সৌভাগ্য হয়েছে।
বহুকাল পর ভাইদের সাথে খেলাধুলা, সিনেমা দেখা, খাওয়া দাওয়া করা, গল্প করা, সবি হয়েছে আমার।
আমার কাছে আমার জন্মস্থান খুবই প্রিয়। সর্বদা ছুটে আসি, যখন ছুটি পায়। ভবিষ্যতে হয়তো বা এমন টানা মুহূর্তগুলো ফিরে পাবো না, কিন্তু স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে মুহূর্তগুলো।
ভালো থাকুক পৃথিবী, আমার প্রিয় জন্মস্থান। পরিবারের সবাইকে নিয়ে সুস্থ ও ভালো থাকুক পৃথিবী সকল মানুষ।
বহুকাল পরে পিতা-মাতা, ভাই-বোন সবার সাথে আনন্দঘন ও অতীত স্মৃতিচারণ করে সময় কাটাছি। মায়ের মমতাভরা হাতের রান্না টানা ১০০ দিন খাওয়ার সৌভাগ্য হয়েছে।
বহুকাল পর ভাইদের সাথে খেলাধুলা, সিনেমা দেখা, খাওয়া দাওয়া করা, গল্প করা, সবি হয়েছে আমার।
আমার কাছে আমার জন্মস্থান খুবই প্রিয়। সর্বদা ছুটে আসি, যখন ছুটি পায়। ভবিষ্যতে হয়তো বা এমন টানা মুহূর্তগুলো ফিরে পাবো না, কিন্তু স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে মুহূর্তগুলো।
ভালো থাকুক পৃথিবী, আমার প্রিয় জন্মস্থান। পরিবারের সবাইকে নিয়ে সুস্থ ও ভালো থাকুক পৃথিবী সকল মানুষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ জানা ২৩/০৬/২০২০খুব খারাপ কিছু ও ঠিক অতটা খারাপ নয়। খারাপের ও কিছু না কিছু ভালো আছে!
-
Md. Rayhan Kazi ২২/০৬/২০২০ভালোই
-
রেদোয়ান আহমেদ ২১/০৬/২০২০বেশ তো...!
-
ফয়জুল মহী ২০/০৬/২০২০অসাধারণ উপস্থাপন । 👍
-
সুনিল শুভ্র ২০/০৬/২০২০সুন্দর