www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নৈপুণ্য নিদর্শন

গন্তব্য অনেক দূরে।

লাগেজটা পাশে রেখে
বসে পড়ে বটের ছায়ায়
মাঝে মাঝে জিরিয়ে নেয়।

খিদে পেয়েছে বেশ।
লোকটি ভাবে-
- স্রষ্টার সৃষ্টির কোথাও নেই ত্রুটি।
বিরাট এ গাছে
খাবার অযোগ্য খুদে ফল!
এ যে বেমানান!

অবসাদগ্রস্ত চোখে
অল্পক্ষণেই নেমে আসে স্বস্তির ঘুম।

দমকা বাতাসের ঝাঁপটায়
বৃন্তচ্যুত একটা ফল
সজোরে তার নাকে এসে পড়ে।
উহ! ঘুম ভেঙে যায় ।

তড়িতে ভুল ভাঙে লোকটার।
- প্রভু! দৃশ্য-অদৃশ্য জ্ঞানের মালিক
তোমার সৃষ্টিতে নেই একচুল খুঁত
অজ্ঞ আমি, ক্ষমা করো অপরাধ!

এই ফল হতো যদি তালের সমান
আঘাতে অকালে যেত সাধের পরান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast