শকুনিদের জীবাশ্ম
শকুনিদের জীবাশ্ম থেকে
চরিত্র পেয়েছে কিছু মানুষ।
শকুনেরা তাই
সীমাবদ্ধ ভাগাড় থেকে
ছড়িয়ে পড়েছে সর্বত্র।
কেননা
ব্যবচ্ছেদের জন্য আছে
অনায়াসলব্ধ অগণিত মৃতের শরীর।
(নশ্বরতার খোলস)
চরিত্র পেয়েছে কিছু মানুষ।
শকুনেরা তাই
সীমাবদ্ধ ভাগাড় থেকে
ছড়িয়ে পড়েছে সর্বত্র।
কেননা
ব্যবচ্ছেদের জন্য আছে
অনায়াসলব্ধ অগণিত মৃতের শরীর।
(নশ্বরতার খোলস)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ১০/০৩/২০১৮শকুনেরা লুপ্তপ্রায়,শকুনিরা দাপায়।
-
কামরুজ্জামান সাদ ১০/০৩/২০১৮শকুনে ভরপুর চারিদিক।
-
আলম সারওয়ার ০৯/০৩/২০১৮আসলে কি তাই ।
ধন্যবাদ রহিল ভাই