দ্বিতীয় জন্ম
জন্মটাই চরম রহস্য
আরও রহস্য দ্বিতীয় জন্ম কর্মশালায়;
কালের জঠরে জ্বলজ্বল করে দ্যুতিময়তায়।
দ্বিতীয় জন্ম পৌঁছে দেয় অসীমে
অন্তর্জগৎ থেকে মহাজগতের সীমানায়।
অনতিক্রম্য সময় শ্রদ্ধায় নতজানু হয়।
জগৎ-মানুষ-মহাকাল
অনুসরণ করে তাঁকে
জন্ম যাঁর শাশ্বত আলোকে।
নশ্বরতার খোলস
দেহটা মিশে যায় মৃত্তিকাতলে।
দ্বিতীয় জন্মই তাঁকে সঞ্জীবনী শক্তিতে
মর্ত্যে ফিরিয়ে আনে।
তবে দ্বিধা কী!
আনন্দিত হও কর্মে।
সব স্থান থেকে তোমার জন্যতো আশীর্বাদ
পুষ্পবৃষ্টির মতো ঝরবেই।
আরও রহস্য দ্বিতীয় জন্ম কর্মশালায়;
কালের জঠরে জ্বলজ্বল করে দ্যুতিময়তায়।
দ্বিতীয় জন্ম পৌঁছে দেয় অসীমে
অন্তর্জগৎ থেকে মহাজগতের সীমানায়।
অনতিক্রম্য সময় শ্রদ্ধায় নতজানু হয়।
জগৎ-মানুষ-মহাকাল
অনুসরণ করে তাঁকে
জন্ম যাঁর শাশ্বত আলোকে।
নশ্বরতার খোলস
দেহটা মিশে যায় মৃত্তিকাতলে।
দ্বিতীয় জন্মই তাঁকে সঞ্জীবনী শক্তিতে
মর্ত্যে ফিরিয়ে আনে।
তবে দ্বিধা কী!
আনন্দিত হও কর্মে।
সব স্থান থেকে তোমার জন্যতো আশীর্বাদ
পুষ্পবৃষ্টির মতো ঝরবেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌমেন সেন ১০/০৩/২০১৮
-
সৌমেন সেন ১০/০৩/২০১৮ধন্যবাদ প্রিয় কবিবন্ধু।
শুভেচ্ছা রইল অনাগত আগামীর। -
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৯/০৩/২০১৮সুন্দর
-
আরিফ নীরদ ০৯/০৩/২০১৮চমৎকার।
-
মোঃ ফাহাদ আলী ০৯/০৩/২০১৮পুষ্প বৃষ্টির মত সুখগুলো ঝরুক। শুভকামনা রইল প্রিয় কবি।
-
মল্লিকা রায় ০৮/০৩/২০১৮শুভেচ্ছা কবি । ভাল লিখেছেন।
-
সুজয় সরকার ০৮/০৩/২০১৮বেশ সুন্দর
-
রাহিদ ০৮/০৩/২০১৮অনেক ভাল নিখেছেন,,,
শুভেচ্ছা রইল অনাগত আগামীর।আমার ক্ষুদ্র পাতায় ঘুরে আসার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়।