একটি গোলাপ চারা
গোলাপ ফুলের চারাটিতে
দু-দিন ধরে জল পড়েনি,
কাঠফাটা এই তপ্ত দুপুর-
পত্রগুলো ঝিমায় রোদে।
কেউ কী আছ একটু জলে
প্রাণবন্ত করবে তাকে?
সজীবতায় ফুটবে আবার-
আজকে আমি সকাল-বিকেল
জল ঢেলেছি- তাই চারাটি
মেলল দৃষ্টি ঊর্ধ্বমুখী।
কালকে আমি হারাই যদি
গাছটিকে কেউ যত্ন নিও
ফুল ফুটাবার শক্তি দিও।
(নশ্বরতার খোলস)
দু-দিন ধরে জল পড়েনি,
কাঠফাটা এই তপ্ত দুপুর-
পত্রগুলো ঝিমায় রোদে।
কেউ কী আছ একটু জলে
প্রাণবন্ত করবে তাকে?
সজীবতায় ফুটবে আবার-
আজকে আমি সকাল-বিকেল
জল ঢেলেছি- তাই চারাটি
মেলল দৃষ্টি ঊর্ধ্বমুখী।
কালকে আমি হারাই যদি
গাছটিকে কেউ যত্ন নিও
ফুল ফুটাবার শক্তি দিও।
(নশ্বরতার খোলস)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০৪/২০১৮দারুন
-
মোঃ শাহারুখ হোসেন ০৮/০৩/২০১৮হুম
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৩/২০১৮ভালো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৮/০৩/২০১৮রুপকের সুন্দর পরিচর্চার আহবান । বেশ ভাল লাগলো । ধন্যবাদ নিবেন ।
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৮/০৩/২০১৮ধন্যবাদ। সুন্দর লেখা!