www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাদুর প্রদীপ

আলাদীনের প্রদীপ পেতাম-
-ইবলিশকে নেমন্তন্ন করতেন?

এই অর্ধমৃত শহর গুড়িয়ে
স্বপ্নরাজ্য বানাতাম।
-সে রাজ্যে কেবল রঙিন স্বপ্নই থাকে?
দুঃস্বপ্নের বসতিও সেখানে ।

রোজ রাতে মহুয়া মাতাল নেশায়
রাজকন্যা চুমু দিয়ে যেত।

-আর সকালে ঘুম ভেঙে দেখতেন
মরুভূমি হয়ে গেছে স্বপ্নরাজ্য।
গৃহ পরিচারিকা প্রদীপ ঘষে
দৈত্যের সাথে পরামর্শ করছে
কিভাবে দেশের রানি হওয়া যায়।

(নশ্বরতার খোলস)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast