জসিম মাহমুদ
জসিম মাহমুদ-এর ব্লগ
-
গন্তব্য অনেক দূরে।
লাগেজটা পাশে রেখে
বসে পড়ে বটের ছায়ায়
মাঝে মাঝে জিরিয়ে নেয়। [বিস্তারিত] -
অ্যানাকোন্ডা
মজবুত পেশির শৃঙ্খলে
পেঁচিয়ে রেখেছে আমায়।
চাপ দেয়- [বিস্তারিত] -
শকুনিদের জীবাশ্ম থেকে
চরিত্র পেয়েছে কিছু মানুষ।
শকুনেরা তাই
সীমাবদ্ধ ভাগাড় থেকে [বিস্তারিত] -
জন্মটাই চরম রহস্য
আরও রহস্য দ্বিতীয় জন্ম কর্মশালায়;
কালের জঠরে জ্বলজ্বল করে দ্যুতিময়তায়।
দ্বিতীয় জন্ম পৌঁছে দেয় অসীমে [বিস্তারিত] -
গোলাপ ফুলের চারাটিতে
দু-দিন ধরে জল পড়েনি,
কাঠফাটা এই তপ্ত দুপুর-
পত্রগুলো ঝিমায় রোদে। [বিস্তারিত] -
আলাদীনের প্রদীপ পেতাম-
-ইবলিশকে নেমন্তন্ন করতেন?
এই অর্ধমৃত শহর গুড়িয়ে
স্বপ্নরাজ্য বানাতাম। [বিস্তারিত] -
আগুনঝরা কোনও এক দুপুরে
অচেনা নির্জন অরণ্যপথে
যখন উড়ছিল তপ্ত ধুলো
ক্লান্ত পাখিগুলো- বিশ্রামে যায়; [বিস্তারিত] -
অমানিশা রাত যদি গিলে খায় চাঁদ-
চাতকের চোখে তবু দ্যুতি চমকালো
আকাশের মুখে দেখে বৃষ্টির আলো।
(নশ্বরতার খোলস) [বিস্তারিত]