জেগে উঠো কবিতা
আড়মোড়া ভেঙে জেগে উঠো কবিতা
তেমন করে যেমন করে জেগে আছে সূর্য
অপাংক্তেয় মেঘগুলোকে
কাপুরুষ ভাবনাগুলোকে
পথের দু'পাশের ছেঁড়া কাগজের মতো
উচ্ছিষ্ট খাবারের মত ছুঁড়ে ফেলে দাও !
যেখানে ভাগাড়-----
যেখানে কুকুরে, বিড়ালে একসাথে মধুচন্দ্রিমা যাপন করে !
এক একটা শব্দ দিয়ে মহাবীরের তরবারির মতো
তিতুমীরের বাঁশের কেল্লার মতো
রুশো, ভলটেয়ারের আপোষহীন কলমের মতো
কবিতার খাতায় মরণ কামড় এঁকে দাও !
যাযাবর সময় দেখুক
মহাকাল ইতিহাস লিখুক,
চেতনার ফুলকলি
কামনার বুলবুলি,
কবিতার শব্দে শব্দে হেসে হেসে লুটিয়ে পড়ুক !
অন্ধকারের জারজ মিছিলে
মরচে ধরা ঢালাই লোহার বোধে
নতুন কবিতার জন্ম হউক -- ---হউক- !!
তেমন করে যেমন করে জেগে আছে সূর্য
অপাংক্তেয় মেঘগুলোকে
কাপুরুষ ভাবনাগুলোকে
পথের দু'পাশের ছেঁড়া কাগজের মতো
উচ্ছিষ্ট খাবারের মত ছুঁড়ে ফেলে দাও !
যেখানে ভাগাড়-----
যেখানে কুকুরে, বিড়ালে একসাথে মধুচন্দ্রিমা যাপন করে !
এক একটা শব্দ দিয়ে মহাবীরের তরবারির মতো
তিতুমীরের বাঁশের কেল্লার মতো
রুশো, ভলটেয়ারের আপোষহীন কলমের মতো
কবিতার খাতায় মরণ কামড় এঁকে দাও !
যাযাবর সময় দেখুক
মহাকাল ইতিহাস লিখুক,
চেতনার ফুলকলি
কামনার বুলবুলি,
কবিতার শব্দে শব্দে হেসে হেসে লুটিয়ে পড়ুক !
অন্ধকারের জারজ মিছিলে
মরচে ধরা ঢালাই লোহার বোধে
নতুন কবিতার জন্ম হউক -- ---হউক- !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল মান্নান মল্লিক ০৩/০৫/২০১৫বা, খুব সুন্দর কবিতা
-
রফছান খাঁন ০২/০৫/২০১৫বেশ! বেশ!
-
সাকির খান ০২/০৫/২০১৫bah! shundor kobita.