www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সময়ের ডাস্টবিনে

ঐ দেখো, ওই দিকে কেমন মেঘলা আকাশ, কান পেতে শোনো
এ মাটির বুক ছিঁড়ে বেরিয়ে আসা এক পাহাড় নিঃশ্বাস !
আগ্নেয়গিরি সুখের ভিতর
রাবণের চিতার ভিতর
কাল কেউটের ছোবলের ভিতর; ঘুরপাক খায় একের পর এক পরিহাস !
তীর হারা ঢেউয়ের মত, মাতৃহারা শিশুর মত, জটর বিহীন বৃক্ষের মত
আন্দামান, নিকোবরের নিঃসঙ্গ বিহঙ্গের মত
কোথাও নেই এতটুকু আলোর জল ! এতটুকু দিকপল !
এত বড় রাত, এত মুল্যহীন(!)সবুজ প্রাণ, সতেজ লাউয়ের ডগা !
আদুরীদের মসৃণ ঠোঁটের বিষবৃক্ষে লালিত প্রস্রবণ !
আমি চেয়ে দেখি, চেয়ে দেখে তরুলতা, অকাল আবালবৃদ্ধবণিতা !
শীল পাঁটায় পিষ্ট হওয়া গোল মরিচের গুঁড়ার মত, অবাক তাকিয়ে থাকা
বুকের জমাট রুধিরে কেবলই সেই মানচিত্র আঁকা !
আমি কোথায় জানি না, লতানো শিশিরের মত হাওয়ায় ভাসতে ভাসতে
উচ্ছিষ্টের মত কোন এক সময়ের ডাস্টবিনে খুঁজে পাই নিজেকে, যেখানে
আমায় নিয়ে হায়েনা, কুকুর আর শুঁকুনেরা কাড়াকাড়ি করে !
আমি বিমুঢ় পুতুল বেশে, বারবার বিলিয়ে দেই নিজেরে, অবশেষে
একুরিয়ামের শান্ত জলে বন্দী মাছের মত
বোতলের ভিতর হাজার বছর ধরে বেঁচে থাকা দৈত্যের মত
মরুভূমির তৃষ্ণার্ত বালুকা বেলায় পতিত এক বিন্দু বারিধারার মত
ভুলে যাই আমার অস্তিত্ব !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পিয়ালী দত্ত ২০/১১/২০১৪
    অসাধারন
  • একনিষ্ঠ অনুগত ২০/১১/২০১৪
    অনবদ্য লেখা।।
  • শিমুদা ২০/১১/২০১৪
    কবিতা খুব ভাল লাগল কবি।
  • অনিরুদ্ধ বুলবুল ১৯/১১/২০১৪
    সবাই আমরা যেন 'সময়ের ডাস্টবিনে' এমন উচ্ছিষ্ট হয়েই পড়ে আছি আর স্বার্থান্ধ শকুন কুকুরেরা আমাদের নিয়ে কাড়াকড়ি করছে। সুন্দর ভাষা ও বর্ণনায় অনিন্দ্য কাব্যময়তায় মুগ্ধ হলাম কবি।

    শুভরাত্রি -
 
Quantcast