www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুন্যতার মিনারে দাঁড়িয়ে

ব্লাকহোলের অন্ধজলে এক বুক সাগর শূন্যতায়
এখনও আমি সেই আগের মত, ডানপিটে কিশোর
ঝড় নেই
বাদল নেই
আর কোনও দিকে ভ্রূক্ষেপ নেই
হিমগিরির মত অচল দাঁড়িয়ে আছি তোমার আঙিনায়
এখনও তাকিয়ে আছি তোমার নীল নয়নের অপেক্ষায়
কখনও স্মৃতিরা উদ্বেল হয়
কাতর কণ্ঠে কাঁদে আসমানের নীলসিয়া
ডানা হারা পাখির মত
আমিও ভাসি বাতাসে ।
তুলার পেঁজার মত
মরুভূমির বালুকা রাশির মত
মহাসাগরের ধূসর ফেনার মত
আমার অপেক্ষার কাল প্রহর তবু শেষ হয় না !

তবুও আশার বসতি
বুকের খাঁ খাঁ জমিনে
এক ফোঁটা বৃষ্টির কোমল ছোঁয়ার মত
তেপান্তরের মাঠের সেই পঙ্খীরাজ ঘোড়ার মত
অমাবশ্যা রাতে হঠাত জ্বলে উঠা ধূমকেতুর মত
অকূল পাথারে ভাসতে ভাসতে কুঁড়িয়ে পাওয়া খড় খুঁটোর মত
আমার সকল শূন্যতা, আমার অপূর্ণতার সকল তিমির
সুবেহ সাদিকের মত
চতুর্দশী চাঁদের মত
গড়ে তোলে স্মৃতির মিনার!
মুহূর্তেই ভুলে যাই
না পাওয়ার যত কষ্ট, শূন্যতা শক্তি দেয়
সাহস দেয়
অমরত্বের ঠিকানা দেয়
এক হাঁটু জলে দাঁড়িয়ে কপালে এঁকে দেয় বিজয় তিলক
আমি হাসব কি কাঁদব; বুঝতে পারছিলাম না
হঠাত অপার বিস্ময়ে চেয়ে দেখি
এক জোড়া নীলপদ্ম হাতে
তুমি সেই আগের মতই আমার দিকে তাকিয়ে !!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার কাব্যিকতা
  • পিয়ালী দত্ত ১৪/১০/২০১৪
    ভাল লাগা রইল
  • মোহাম্মদ তারেক ১৪/১০/২০১৪
    ভাল লেগেছে....
  • চমৎকার লিখনি । ভাল লাগলো কবি ।
 
Quantcast