www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অথচ তুমি আজও আসলে না

মনে পড়ে তুমি আসবে বলেছিলে ? আজ থেকে সেই বেয়াল্লিশ বছর আগে
তোমার কিনে দেয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমি
কত রকম করে সেজেছিলাম !
তুমি যেভাবে চুলের খোঁপা বেঁধে দিতে, ঠিক সেভাবেই !
তোমার দেয়া সব গুলো শাড়ি, গহনা অঙ্গে মাখিয়ে !
তুমি বলে ছিলে না,
আমার অপূর্ণ যত কামনার বুলবুলি
সব তুমি ফিরে এসে দশ হাত ভরে ভরিয়ে দিবে !

আমি এখনও দু চোখ বন্ধ করে সেই কল্পলোকের মদিরা পানে মত্ত !
আমার সমস্ত সত্তা জুড়ে দোয়েলের শিস
পুচ্ছ মেলা মুয়ুরীর মত নেচে গেয়ে যায় এই টুনটুনি মন
রুপালি জোসনায় উছলে পড়ে তোমার স্পর্শ কাতর হিয়া !
অথচ তুমি আজও আসলে না !

নির্জরের স্বপ্ন ভঙ্গের মত ভেঙ্গে ভেঙ্গে পড়ে আমার স্বপ্নের পূর্ণতা !
ক্ষণে ক্ষণে আমায় ঘিরে বিজাতীয় নেত্ত করে অসীম শুন্যতা !
যেখানে পূর্ণিমার জলে অবগাহনের প্রতিজ্ঞা ছিল
যেখানে মহাবিশ্বের সকল ঠিকানা জয়ের স্বপ্ন ছিল
পলাশীর আম্র কানন থেকে শুরু করে শহীদ মিনার
অতঃপর রক্ত গাঙে ভেসে ভেসে
আমার বুকের ছাতিম তলায় তোমার স্মৃতিসৌধ !

আচ্ছা, বল তো দেখি তুমি এখন কোথায় আছো ?
আর কত কাল তোমার আশায় নতুন প্রজন্মকে মিথ্যে সান্ত্বনা দেব ?
আর কত দিন বুকে পাথর বেঁধে নিঃশ্বাস চেপে রাখব ?
জানি আমার মত তোমারও সে প্রশ্নের উত্তর জানা নেই
তবু আমি এই মাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকব,
যত দিন ভোরের সূর্য উঠে !!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তাইবুল ইসলাম ১৬/০৯/২০১৪
    বেশ ভাল লাগল কবিতাটি
  • ভাল লাগল।
    • ধন্যবাদ ।
      • মুগ্ধ হলাম আবার।
  • ভালো লাগল, খুবই সুন্দর লেখেছ.. আমার পাতায় আমন্ত্রণ রইলো
  • কোয়েল ১৬/০৯/২০১৪
    জানিনা আজকের দিনে এমন আবেগ প্রবণ হওয়া ঠিক কিনা।তবে আপনার ধৈর্যকে আমার সেলাম।আজকের দিনে আবেগপ্রবণ হওয়াও যেমন ঠিক না তেমন আবার এমন ধৈর্য থাকাও কাম্য।
    লেখাটি বেশ ভালো লাগল।
  • একনিষ্ঠ অনুগত ১৬/০৯/২০১৪
    তোমার জন্য প্রতীক্ষাতেও বড় সুখ।।

    ভালো লাগলো লেখা।
  • ধৈর্য আছে বলেত হবে। ভালো। সবুরে মেওয়া ফলে।
 
Quantcast