www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অথচ তুমি

একের পর অহেতুক বাতিক
কোন নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমাকে ?
আটলান্টিকের গভীরে দেদীপ্যমান কোন চূড়া
নাকি এভারেস্ট ?
সাগর সঙ্গম
জল জঙ্গমে
নিরতিশয় স্বপ্ন বিলাস !
অথচ মনের কিনারের কোন এক ধারে
সহজেই খুঁজে নিতে পারতে ঠিকানা !
কুয়াশার ভিতর
ঘাস ফুলের ভিতর
নরম রোদের ছায়ায়
তাল তমালের মায়ায়
এখনও বাতাসে ভেসে বেড়ায় আমার আকুতি
এখনও ইচ্ছেরা তোমায় জানায় মিনতি !
অথচ তুমি কিসের আঁশে
মাতাল বেশে, কাঁটার ঝোপে নিরন্তর ছুটে চলা !
কলমি, জুঁই, আলোর কথা মনে পড়ে তোমার ?
ওরা এখনও সেই আগের মতই পথ চেয়ে---
অথচ তুমি ------------------ !
তোমার ইচ্ছে ঘুড়ির খোঁজ আমার আজও অজানা !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ০১/০৯/২০১৪
    বেশ ভালো লিখেছেন কবি।
  • চূড়ান্ত ৩১/০৮/২০১৪
    ভালো লাগল।
  • বেশ লাগল। চমৎকার ভাবনা।
  • সহিদুল হক ৩১/০৮/২০১৪
    সুখপাঠ্য কবিতাটির ভাবনাও চমৎকার।
 
Quantcast