এখানে এখন
এখানে এখন
মেঘ ভরা আকাশ
একদা ঝক ঝকে উঠোনে মরচে ধরা অবাঞ্ছিত ঘাস !
বর্ষার অথৈ থৈ থৈ পানি
যেখানে সদা চলত মেঘ বালিকার সাথে কানাকানি !
রাত্রি গুলো কেঁদে কেঁদে হয়রান হয়
আর খুঁজে বেড়ায় শিয়ালের হাঁক
পুকুর ধারে, লেবুর তলে থেকে থেকে ডাহুকের ডাক !
ধান ক্ষেতের আল গড়িয়ে সরষে ক্ষেতে ভুত
চাঁদনী হাটে ডাকত এসে চরকা বুড়ির পুত !
এখানে এখন
বাতাসের কানে কানে মসনদে বসার গুঞ্জন !
হাজার বছর ধরে পিষ্ট হওয়া গিনিপিগের হাত বেয়ে
জলের মুখে পরম সুখে এক দুরন্ত নেয়ে !
বাড়ির উঠোনের সজনে ডালে বসে থাকা
দাঁড় কাকের বিলাপ
ক্ষণে ক্ষণে তুসের আগুনের মত বাড়ায় এই হৃদয়ের উত্তাপ !
মেঘ ভরা আকাশ
একদা ঝক ঝকে উঠোনে মরচে ধরা অবাঞ্ছিত ঘাস !
বর্ষার অথৈ থৈ থৈ পানি
যেখানে সদা চলত মেঘ বালিকার সাথে কানাকানি !
রাত্রি গুলো কেঁদে কেঁদে হয়রান হয়
আর খুঁজে বেড়ায় শিয়ালের হাঁক
পুকুর ধারে, লেবুর তলে থেকে থেকে ডাহুকের ডাক !
ধান ক্ষেতের আল গড়িয়ে সরষে ক্ষেতে ভুত
চাঁদনী হাটে ডাকত এসে চরকা বুড়ির পুত !
এখানে এখন
বাতাসের কানে কানে মসনদে বসার গুঞ্জন !
হাজার বছর ধরে পিষ্ট হওয়া গিনিপিগের হাত বেয়ে
জলের মুখে পরম সুখে এক দুরন্ত নেয়ে !
বাড়ির উঠোনের সজনে ডালে বসে থাকা
দাঁড় কাকের বিলাপ
ক্ষণে ক্ষণে তুসের আগুনের মত বাড়ায় এই হৃদয়ের উত্তাপ !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ঘোষ ১৭/০৮/২০১৪Khub valo laglo kobitay otiter songlap.
-
আবু আফজাল মোহাঃ সালেহ ১৭/০৮/২০১৪অসাধারন! ভাল থাকবেন।
-
স্বপন রোজারিও(১) ১৭/০৮/২০১৪সুন্দর
-
আসোয়াদ লোদি ১৬/০৮/২০১৪চমৎকার দৃশ্য অঙ্কন করলেন ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৬/০৮/২০১৪অসাধারন লাগল।