জসিম উদ্দিন জয়
প্রথম প্রেম
- জসিম উদ্দিন জয়
রূপ যার নিষ্পাপ, চোখ দু’টি বাঁকা
বলো নারী এ -হৃদয়ে, কার ছবি আঁকা।
ঝরনায় বয়ে চলা, এলো কালো চুল
তুমি এলে ফুলবাগানে, ফুটবে যে ফুল
তুমি হীনা এ -জীবন, ভুল হবে যে ভুল।
হৃদয়ের মাঝে তুমি সুন্দরী নারী
অনিদ্য সুন্দর তুমি বলতে পারি।
স্বপ্লিল চোখে ভাসে রূপালি রাত
বাঁকা ঠোঁটে হাসি আল্পনায় হাত।
তোমায় ভেবে কেটে যায় সারাবেলা
অন্তরে কেঁপে ওঠে হৃদয়ের জ্বালা।
প্রথম প্রেমের স্মৃতি যায় কি ভোলা?
বাউলা বাতাসে আনন্দের দোলা।
প্রেমের আগুনে হৃদয় পুড়ে ছাড়খার
আজো ছবি এ -হৃদয়ে আসে বারবার।
- জসিম উদ্দিন জয়
রূপ যার নিষ্পাপ, চোখ দু’টি বাঁকা
বলো নারী এ -হৃদয়ে, কার ছবি আঁকা।
ঝরনায় বয়ে চলা, এলো কালো চুল
তুমি এলে ফুলবাগানে, ফুটবে যে ফুল
তুমি হীনা এ -জীবন, ভুল হবে যে ভুল।
হৃদয়ের মাঝে তুমি সুন্দরী নারী
অনিদ্য সুন্দর তুমি বলতে পারি।
স্বপ্লিল চোখে ভাসে রূপালি রাত
বাঁকা ঠোঁটে হাসি আল্পনায় হাত।
তোমায় ভেবে কেটে যায় সারাবেলা
অন্তরে কেঁপে ওঠে হৃদয়ের জ্বালা।
প্রথম প্রেমের স্মৃতি যায় কি ভোলা?
বাউলা বাতাসে আনন্দের দোলা।
প্রেমের আগুনে হৃদয় পুড়ে ছাড়খার
আজো ছবি এ -হৃদয়ে আসে বারবার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ১৬/১০/২০২১ভালো লাগলো কবি লিখতে থাকুন অবিরত ।
-
ফয়জুল মহী ১৫/১০/২০২১মোহিত হলো মন।শুভ কামনা রইলো ।
-
অভিজিৎ হালদার ১৫/১০/২০২১সুন্দর মনের ভাবনা ফুটিয়ে তুলেছেন কবিতার মাধ্যমে।
-
কে. পাল ১৫/১০/২০২১Darun lekha
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/১০/২০২১চমৎকার ! হয়েছে হে কবি