ফাগুন আসে ফাগুন যায়
- জসিম উদ্দিন জয়
ফুলে ফুলে জ্বলে আগুন, এসেছে পহেলা ফাগুন ।
ফুলের গন্ধে , মন আনন্দে এসেছে ঋতুর রাজ বসন্ত ।
হলদে গাধাঁ পলাশ শিমুল, কৃষ্ণচূড়া কনকচাঁপা ফুল ।
বসন্তের দিনের মধুর স্মৃতি, প্রকৃতির সাজে গভীর প্রিতি ।
ফাগুন আসে, ফাগুন যায় এটাই নীতি,
ক্লান্ত হৃদয়ে আমার দুঃখের স্মৃতি।
মিছে সম্পর্কের সেতু, অশ্রুচোখে স্বপ্ন আসে,
মনের আকাশে কুয়াশায় কালো মেঘ ভাসে ।
“ আগুন জ্বলে দিবানিশি আগুন জ্বলে কই
ফুল ফো্টানো ফাগুন দিনে নষ্ট যদি হই”
বুকের ভেতর আগুন জ্বলে বেড়ে দীঘস্বাস,
ভাঙ্গা মন আজ কেদেঁ বেড়ায় হারায়ে বিশ্বাস।
আজ বসন্তের দিনে, বসন্তের গানে, স্বপ্ন সাজাই,
দুঃখগুলো ভুলে গিয়ে তবে, বসন্তের বাশিঁ বাজাই।
ফুলে ফুলে জ্বলে আগুন, এসেছে পহেলা ফাগুন ।
ফুলের গন্ধে , মন আনন্দে এসেছে ঋতুর রাজ বসন্ত ।
হলদে গাধাঁ পলাশ শিমুল, কৃষ্ণচূড়া কনকচাঁপা ফুল ।
বসন্তের দিনের মধুর স্মৃতি, প্রকৃতির সাজে গভীর প্রিতি ।
ফাগুন আসে, ফাগুন যায় এটাই নীতি,
ক্লান্ত হৃদয়ে আমার দুঃখের স্মৃতি।
মিছে সম্পর্কের সেতু, অশ্রুচোখে স্বপ্ন আসে,
মনের আকাশে কুয়াশায় কালো মেঘ ভাসে ।
“ আগুন জ্বলে দিবানিশি আগুন জ্বলে কই
ফুল ফো্টানো ফাগুন দিনে নষ্ট যদি হই”
বুকের ভেতর আগুন জ্বলে বেড়ে দীঘস্বাস,
ভাঙ্গা মন আজ কেদেঁ বেড়ায় হারায়ে বিশ্বাস।
আজ বসন্তের দিনে, বসন্তের গানে, স্বপ্ন সাজাই,
দুঃখগুলো ভুলে গিয়ে তবে, বসন্তের বাশিঁ বাজাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২৭/০২/২০২০বসন্তই যৌবনের প্রতীক। খুব ভালো লাগল।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০২/২০২০ভালো।
-
আলমগীর সরকার লিটন ২৭/০২/২০২০ফাল্লুণী শুভেচ্ছা রইল
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০২/২০২০great
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/০২/২০২০অনন্য
-
ফয়জুল মহী ২৬/০২/২০২০অসাধারণ লেখা। খুবই ভালো লাগলো।