জসিম উদ্দিন জয়
পুনর্জন্মের প্রেম
- জসিম উদ্দিন জয়
তোমায় নিয়ে লিখবো বলে, বসে আছি অন্যভূবনে, ভেবেছি এক যুগ।
মেঘের ভেলায় ভাসতে ভাসতে, ভেসেই চলেছি অসীম সীমানায়,
তোমায় নিয়ে বৃষ্টি হয়ে ঝড়বো, পৃথিবীর একলা পাহাড়ে,
প্রশান্ত জলাশয়ে আনবো জলচ্ছ্বাসের-প্রেম।
তোমায় নিয়ে লিখবো বলে, অনিদ্রায় কাটিয়েছি রাত্রীর গহ্ববরে
চাদেঁর জোৎস্নায় সাতার কেটে চাদেঁর উজ্জিবিত আঙ্গিনায়
তোমায় নিয়ে চান্নি প্রসরে, কল্পনায় মায়া-সংসার
ক্লান্ত রাতের ধবল ছায়ায় গহীন যুগল-প্রেম ।
তোমায় নিয়ে লিখবো বলে, পৃথিবীকে সাজিয়েছি অলংকরনে
অরন্য -বন্য- সুন্দর সুবর্ন প্রকৃতির মায়াবীবাধঁনে
তোমায় নিয়ে সাজাবো এক পৃথিবীর ভালোবাসা,
তোমায় নিয়ে আনবো আমি এক পৃথিবীর প্রেম।
তোমায় নিয়ে লিখবো বলে, নিষিদ্ধ অন্ধকারে জ্বালিয়েছি আলো
সাজানো বাগানে ফুটিয়েছি দুষ্পাপ্য গোলাপ
তোমার খোপায় গুজবো মাতাল করা ফুল
ভালোবাসার পরানে, অনিন্দ্র শ্রাবন-ধারা।
তোমায় নিয়ে লিখবো বলে, দাঁড়িয়ে আছি সমূদ্র সফেন
জল রৌদ্রের ঝিলমিল তরঙ্গের রূপে টেউয়ের গর্জন
নিস্পালক চোখের মায়া, রক্তিম লালীমার ছায়া।
সন্ধ্যের আকাশে আনবো লাজ্জাবতীর- প্রেম।
তোমায় নিয়ে লিখবো বলে, এভারেষ্ট থেকে নক্ষত্রের সীমায়
খররৌদ্রের সন্ধিক্ষনে জন্মবধি তোমার শীতল চোখ
পাচরঙা পাতায় সাজাবো পুষ্পে পুষ্পে কেশ
মাতাল জেয়ারে প্রেমান্ধ প্লাবিত দু‘জন,
যুগল স্নানে সিক্ত পবিত্র প্রেম-বন্ধন।
তোমায় নিয়ে লিখবো বলে, পৃথিবীর ক্ষুধার্তপথে আমি,
ক্লান্ত পথিক আমি, অনিশ্চিত গন্তব্যে ঘুরিফিরি।
গোলকধাঁধাঁ পথ যখন দেখি তুমি নেই
তুমি হীনা জীবনে মিথ্যে মরিচিকার-প্রেম,
মিথ্যে প্রার্থনায় পুনর্জন্মের প্রেম।
ÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑ
- জসিম উদ্দিন জয়
তোমায় নিয়ে লিখবো বলে, বসে আছি অন্যভূবনে, ভেবেছি এক যুগ।
মেঘের ভেলায় ভাসতে ভাসতে, ভেসেই চলেছি অসীম সীমানায়,
তোমায় নিয়ে বৃষ্টি হয়ে ঝড়বো, পৃথিবীর একলা পাহাড়ে,
প্রশান্ত জলাশয়ে আনবো জলচ্ছ্বাসের-প্রেম।
তোমায় নিয়ে লিখবো বলে, অনিদ্রায় কাটিয়েছি রাত্রীর গহ্ববরে
চাদেঁর জোৎস্নায় সাতার কেটে চাদেঁর উজ্জিবিত আঙ্গিনায়
তোমায় নিয়ে চান্নি প্রসরে, কল্পনায় মায়া-সংসার
ক্লান্ত রাতের ধবল ছায়ায় গহীন যুগল-প্রেম ।
তোমায় নিয়ে লিখবো বলে, পৃথিবীকে সাজিয়েছি অলংকরনে
অরন্য -বন্য- সুন্দর সুবর্ন প্রকৃতির মায়াবীবাধঁনে
তোমায় নিয়ে সাজাবো এক পৃথিবীর ভালোবাসা,
তোমায় নিয়ে আনবো আমি এক পৃথিবীর প্রেম।
তোমায় নিয়ে লিখবো বলে, নিষিদ্ধ অন্ধকারে জ্বালিয়েছি আলো
সাজানো বাগানে ফুটিয়েছি দুষ্পাপ্য গোলাপ
তোমার খোপায় গুজবো মাতাল করা ফুল
ভালোবাসার পরানে, অনিন্দ্র শ্রাবন-ধারা।
তোমায় নিয়ে লিখবো বলে, দাঁড়িয়ে আছি সমূদ্র সফেন
জল রৌদ্রের ঝিলমিল তরঙ্গের রূপে টেউয়ের গর্জন
নিস্পালক চোখের মায়া, রক্তিম লালীমার ছায়া।
সন্ধ্যের আকাশে আনবো লাজ্জাবতীর- প্রেম।
তোমায় নিয়ে লিখবো বলে, এভারেষ্ট থেকে নক্ষত্রের সীমায়
খররৌদ্রের সন্ধিক্ষনে জন্মবধি তোমার শীতল চোখ
পাচরঙা পাতায় সাজাবো পুষ্পে পুষ্পে কেশ
মাতাল জেয়ারে প্রেমান্ধ প্লাবিত দু‘জন,
যুগল স্নানে সিক্ত পবিত্র প্রেম-বন্ধন।
তোমায় নিয়ে লিখবো বলে, পৃথিবীর ক্ষুধার্তপথে আমি,
ক্লান্ত পথিক আমি, অনিশ্চিত গন্তব্যে ঘুরিফিরি।
গোলকধাঁধাঁ পথ যখন দেখি তুমি নেই
তুমি হীনা জীবনে মিথ্যে মরিচিকার-প্রেম,
মিথ্যে প্রার্থনায় পুনর্জন্মের প্রেম।
ÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৪/০৮/২০১৭অনবদ্য ...
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ০৩/০৮/২০১৭আহ, যেন মদ্যপান করিলাম!
-
সংহিতা ০৩/০৮/২০১৭দারুন সুন্দর ।।
-
ন্যান্সি দেওয়ান ০২/০৮/২০১৭Hard.