জয় বাংলা
জয় বাংলা
জসিম উদ্দিন জয়
স্বাধীনতা মানে, লাল-সবুজে উড়ন্ত পাখি,
দুরন্ত কিশোরীর ফুটন্ত ফুলে মুগ্ধ আঁখি।
স্বাধীনতা মানে, মায়ের শুভ্র হাসি,
রাখাল বালকের মিষ্টি সুরের বাঁশি।
স্বাধীনতা মানে, দিগন্তজোড়া সোনালী ধান,
বাংলার আকাশে বাউলের কন্ঠে গান।
স্বাধীনতা মানে, মুক্তচিন্তা- মুক্তমনা,
ন্যায়-অন্যায়ের সমিকরন জানা।
স্বাধীনতা মানে, জগৎজয়ী নারী,
মিথ্যে তথ্য আর ধর্মের বাড়াবাড়ি।
স্বাধীনতা মানে, জাগরনির ভাষা,
জননী-জন্মভ’মির প্রতি ভালোবাসা।
স্বাধীনতা মানে নারী-পুরষ বিশ^জোড়া,
সফলতা আর স্বনির্ভর দেশকে গড়া।
স্বাধীনতা মানে আগামীর কন্ঠধ্বনী,
বিশ্বজুড়ে জয় বাংলার প্রতিধ্বনী ।
স্বাধীনতা মানে, বাংলার গান গাও,
জয় বংলা বলে আগে বাড়াও ।
স্বাধীনতা মানে, স্বপ্নগাঁথা বিরহ মধুর,
যতদূর সমুদ্দুর ততদূর বাংলার সূর।
স্বাধীনতা মানে, অক্সিজেন জন্মভ’মির দেশ,
অবুঝ হৃদয়ে আমার প্রথম বাংলাদেশ।
জসিম উদ্দিন জয়
স্বাধীনতা মানে, লাল-সবুজে উড়ন্ত পাখি,
দুরন্ত কিশোরীর ফুটন্ত ফুলে মুগ্ধ আঁখি।
স্বাধীনতা মানে, মায়ের শুভ্র হাসি,
রাখাল বালকের মিষ্টি সুরের বাঁশি।
স্বাধীনতা মানে, দিগন্তজোড়া সোনালী ধান,
বাংলার আকাশে বাউলের কন্ঠে গান।
স্বাধীনতা মানে, মুক্তচিন্তা- মুক্তমনা,
ন্যায়-অন্যায়ের সমিকরন জানা।
স্বাধীনতা মানে, জগৎজয়ী নারী,
মিথ্যে তথ্য আর ধর্মের বাড়াবাড়ি।
স্বাধীনতা মানে, জাগরনির ভাষা,
জননী-জন্মভ’মির প্রতি ভালোবাসা।
স্বাধীনতা মানে নারী-পুরষ বিশ^জোড়া,
সফলতা আর স্বনির্ভর দেশকে গড়া।
স্বাধীনতা মানে আগামীর কন্ঠধ্বনী,
বিশ্বজুড়ে জয় বাংলার প্রতিধ্বনী ।
স্বাধীনতা মানে, বাংলার গান গাও,
জয় বংলা বলে আগে বাড়াও ।
স্বাধীনতা মানে, স্বপ্নগাঁথা বিরহ মধুর,
যতদূর সমুদ্দুর ততদূর বাংলার সূর।
স্বাধীনতা মানে, অক্সিজেন জন্মভ’মির দেশ,
অবুঝ হৃদয়ে আমার প্রথম বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।