www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পৃথিবীর জন্মকথা

জসিম উদ্দিন জয়

জানিনা পৃথিবীটার জন্ম হয়েছিলো কেন ?
হয়ত শিশুর মুখে হাসি ফোঁটানোর জন্য,
নয়ত জননীর জন্মভূমীকে করতে ধণ্য।
আলো ছড়ায় নদী বহে পাখিরা করে গান,
সোনালী ফসলে ঢেউয়ে কৃষকের ঘরে ধান।
এলো মেঘে সাজানো রংধুনু ভরা আসমান,
দরিয়ার বুকে মাঝিরা সুখে নৌকায় ভাসমান।

জানিনা পৃথিবীরটার জন্ম হয়েছিলো কেন ?
শধুই কি ?
হানাহানি গোলাবারুদ আর আধিপত্তর,
নির্যাতিত মানুষগুলো কেন ? কাপেঁ থরথর।
ক্ষমতার দাপটে আর বৈষম্যের কপাটে,
ভূল গন্তব্যের বিশ্বচিত্র আজ, কেনইবা লপাটে ।

পৃথিবীটা জন্মেছিলো জলন্ত অগ্নি নিয়ে,
শান্ত হয়েছিলো বিশুদ্ধ প্রকৃতির বায়ু দিয়ে।
কিন্তু আজ, পৃথিবীতে ভয়ংকর সব কাজ,
প্রকৃতির তাজ, ধ্বংস করে কৃত্রিম যত সাজ।

কার্বনড্রাইআক্্রাইডে বাড়ছে পৃথিবীর যন্ত্রনা,  
ব্যাস্ত সবাই কে দিবে পৃথিবীকে শান্তনা।
গোলাবারুদ আর যান্ত্রিক হুংকারে অভিশপ্ত,
পৃথিবীটা বুঝি আবার, বাংকারে হবে উত্তপ্ত।

জানিনা পৃথিবীটার জন্ম হয়েছিলো কেন ?
হয়ত একদিন শুদ্ধতায় শুভ্রতা আনবে
ভালোবাসায়, শ্রদ্ধায়, নতুন পৃথিবীকে জানবে
ভূল গুলো ঝরে যাক, মমতায় ভরে থাক ।
ভালোবাসায় ভরে থাক, ফুল গুলো ফু‘টে যাক।
আজ হাসিতে যে ফুলটি ফুটিলো ভবে,
কাটিলে নিঁশিতে নিশ্চিত কাল মৃত্যু হবে।
ভূবনময় সৌরভ খানা ছড়িয়ে ছিটিয়ে রবে।
পৃথিবীর আপন ভুবনে থাকুক মায়া সুভাস,
ভালোবাসার বসতি করে মানুষ করুক বাস।
আকাশ জুরে চাঁদের হাসি, তারা‘য় রাশি রাশি,
খুব মমতা‘য় মায়ের কোলে একটি শিশুর হাসি।

ÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাসান কাবীর ০৯/০৮/২০১৬
    লেখার প্রতি আগ্রহই আপনাকে আরো ভালো লিখতে অনুপ্রানিত করবে......এম্নিতে ভালো হয়েছে।
 
Quantcast