আজগুবি কালচার
নামী দামী গাড়ী আর
বাড়ী আছে মস্ত
যতসব আজেবাজে
কাজে থাকে ন্যস্ত।
এ-হলো এ-যুগের
আজগুবি কালচার
টাকা টাকা শুধু টাকা
ভয়ানক আলসার।
সুযোগ-পেলে
খাবে-গিলে
দেশের টাকা আস্ত।
এ-কাজে সর্বদা
থাকে শুধু ব্যস্ত।
এটাই ছিলো পড়াশুনা
আমাদের শাস্ত্রে
সুযোগ-পেলে
মানচিত্র ছিড়ে খাবে আঁছড়ে।
বাড়ী আছে মস্ত
যতসব আজেবাজে
কাজে থাকে ন্যস্ত।
এ-হলো এ-যুগের
আজগুবি কালচার
টাকা টাকা শুধু টাকা
ভয়ানক আলসার।
সুযোগ-পেলে
খাবে-গিলে
দেশের টাকা আস্ত।
এ-কাজে সর্বদা
থাকে শুধু ব্যস্ত।
এটাই ছিলো পড়াশুনা
আমাদের শাস্ত্রে
সুযোগ-পেলে
মানচিত্র ছিড়ে খাবে আঁছড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ০৮/১১/২০১৪বড় বাস্তব মানচিত্র টুকরো টুকরো হয়ে যাচ্ছে।ভাবতে হ্য়।
-
আমির কাসেম ০৪/১১/২০১৪খুব সুন্দর হয়েছে কবিতাটি।চালিয়ে যান।এই আসরে নতুন আসলাম,সাথে থাকবেন।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/১১/২০১৪লেখাটা কয়েকবার পড়লাম। প্রথম লেখা চমৎকার লিখেছেন। আসরে সুস্বাগতম। চালিয়ে যান।
-
আবু সাহেদ সরকার ০৩/১১/২০১৪স্বাগতম আসরে। দারুন একটি কবিতা পড়লাম কবি বন্ধু। আমার পাতায় আসবেন।