www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনন্ত একুশ The eternal 21st

“অনন্ত একুশ”|The eternal 21st

আজকের দিনটাকে রংধনু দিয়ে আঁকতে গেলে,
একটি রং কম পাওয়া যাবে।
বৃষ্টির রং হবে লাল ,
ফোটায় ফোটায় ঝরবে অ, আ, ক ,খ।

আমার কবিতাগুলোকে আর ভাষা খুজতে হয়নি ,
সেই রক্তই আজ কালি হয়েছে ,
চিন্হ গুলো নাম পেয়েছে।
“বাংলা” ।।
আমি বাঙালি !


রফিকের শার্টের সেই রক্ত দিয়ে,
আজ আমি কাব্য লিখি।
রক্তাক্ত সেই বুলেটে ভর দিয়ে ,
আজ আমি বাংলায় সপ্ন দেখি।


একুশ শুধু ফেব্রুয়ারী নয় ,
একুশ থাকুক চেতনায় !
বাংলা শুধু ভাষা নয় ,
বাংলা আমার আত্মায়।
রক্তের ঋণ শোধাতে নেই,
শোধাবার নয় !
jarnov
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast