www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোরের অপেক্ষায় Waiting for the sun

"ভোরের অপেক্ষায় "|Waiting for the sun
আর কত ?
দেয়ালে পিঠ ঠেকিয়ে আর কত দূর ঠেলবে আমায়।
আর কত হাটলে ব্যর্থতা গুলোর মুখে হাসি ফুটবে,
ওরাও হাসবে আস্তাকুড়ের নিষ্পাপ কুকুরটার মত।
আর কত দেখলে শুন্যতায় ফেরা যাবে,
মুহুর্তে মুহুর্তে ভয়গুলো ভয় দেখাচ্ছে।
লোম গুলো দাড়িয়ে কুর্নিশ করছে।
আর কত বার মরলে, মুক্ত হব,
কত ভাঙ্গলে চুরমার হব।
আর কত ?


কতটুকু পেরুলেই দেখা যাবে দিগন্তের লাল রেখা,
আর কত রাত পার হলে হবে চিরন্তন ভোর দেখা।
আর কত ?
আয়না দেখে থমকে গিয়েছিলাম,
এমন নিষ্ঠুর ভাবে কাউকে কখনো কাদতে দেখিনি।!
jarnov
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রিজওয়ান অনুভব ১৯/০২/২০১৮
    কবিতাটা ভালো লেগেছে,সুবিন্যস্ত এবং ছন্দটা ভালো...!! আমার ভালোই লেগেছে..
  • মো : আবুল হোসেন ১৯/০২/২০১৮
    খুব সুন্দর
  • কবিতাটা ভাল হয়েছে।শিরোনামের কিছু অংশ ইংরেজি লেখার যৌক্তিকতা আছে কি!
    • অভি রহমান ২১/০২/২০১৮
      আসলে ভাবের প্রয়জনেই ইংরেজি শব্দের ব্যাবহার , আশা করি বুঝতে পেরেছেন।
 
Quantcast