দ্বিতীয় প্রেম ও উল্কা।
আমাকে নক্ষত্র ভেবে
আকাশ পানে তাকিও না।
আমি-
উল্কা বৈ কিছুই নই!
.
তোমার আকাশে-
সদা প্রজ্বলিত হওয়ার
ক্ষমতা আমার নেই।
আমি তো সেই কবে নিভেছি!
.
তাকাও তোমার আকাশে
আমার চিহ্ন দেখতে পাও?
পাও না? ঠিক তাই-
তোমার আকাশে আমি নেই।
অন্য আকাশ থেকে পতিত আমি-
অনেক আগেই নিভে গিয়েছি।
.
আমাকে প্রেমিক ভেবে-
ভালবাসতে যেও না।
আমি-
আবেগহীন বৈ কিছুই নই।
প্রথম ভালবাসা যেদিন হারালাম,
সেদিনই তো আবেগ মরে গিয়েছে।
.
তোমার ভালবাসায়
সিক্ত হওয়ার ক্ষমতা,
আমার নেই।আমি-
ভালবাসাকে কবর দিয়েছে।
.
আমাকে আপন ভেবে
কাছে টানতে যেও না।
আমি,তোমার
কষ্ট বৃদ্ধির কারণ বৈ কিছুই নই।
.
ভালবাসা মানে-
আমার হাতের একশ একটি নীলপদ্ম।
যার একটিও আর নেই।
আমাকে তোমার নীলপদ্ম দিও না।
তা গ্রহণ করার-
ক্ষমতা আমার নেই।
আকাশ পানে তাকিও না।
আমি-
উল্কা বৈ কিছুই নই!
.
তোমার আকাশে-
সদা প্রজ্বলিত হওয়ার
ক্ষমতা আমার নেই।
আমি তো সেই কবে নিভেছি!
.
তাকাও তোমার আকাশে
আমার চিহ্ন দেখতে পাও?
পাও না? ঠিক তাই-
তোমার আকাশে আমি নেই।
অন্য আকাশ থেকে পতিত আমি-
অনেক আগেই নিভে গিয়েছি।
.
আমাকে প্রেমিক ভেবে-
ভালবাসতে যেও না।
আমি-
আবেগহীন বৈ কিছুই নই।
প্রথম ভালবাসা যেদিন হারালাম,
সেদিনই তো আবেগ মরে গিয়েছে।
.
তোমার ভালবাসায়
সিক্ত হওয়ার ক্ষমতা,
আমার নেই।আমি-
ভালবাসাকে কবর দিয়েছে।
.
আমাকে আপন ভেবে
কাছে টানতে যেও না।
আমি,তোমার
কষ্ট বৃদ্ধির কারণ বৈ কিছুই নই।
.
ভালবাসা মানে-
আমার হাতের একশ একটি নীলপদ্ম।
যার একটিও আর নেই।
আমাকে তোমার নীলপদ্ম দিও না।
তা গ্রহণ করার-
ক্ষমতা আমার নেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৮/১১/২০১৮বেশ ভাভুক
-
রাহুল শীল(হুসবসার) ১৮/১১/২০১৮বাহ্। ভালোবাসার অন্য একটি রূপ। দারুন লাগলো