জে.এন. হৃদয় (পাগল-মানব)
জে.এন. হৃদয় (পাগল-মানব) -এর ব্লগ
ক্রমানুসার:
-
আমাকে নক্ষত্র ভেবে
আকাশ পানে তাকিও না।
আমি-
উল্কা বৈ কিছুই নই! [বিস্তারিত] -
যখন শহর ঘুমায়-
আমি একা জেগে থাকি ।
বদ্ধ ঘরে মনে হয়-
হতাম যদি নিশাচর পাখি । [বিস্তারিত] -
নানান প্রকার ক্ষোভ যে আছে, আছে নানান ধরণ
কোন ক্ষোভে হয় যুগের সৃষ্টি, কোন ক্ষোভে হয় মরণ।
ক্ষোভের ফলেই যুদ্ধ করে পেয়েছি স্বাধীন দেশ
অন্য ক্ষোভে দেশটা এখন হচ্ছে আবার শেষ। [বিস্তারিত]