পরিচিতি
আমার বাড়ী বন-পাহাড়ি
ডুলুং নদীর কুলে,
শাল পিয়ালের ছায়ায় ঢাকা,
তমাল তরুমুলে ।
প্রভাত বেলা পাখির ডাকে,
ভোরের রাগিনী,
নদীর জলে অরু্নমনি
কোন সে মোহিনী।
সারাটা দিন মুখর থাকে
পাখীর কল তানে,
হলদে পাখির পালক খসে,
সবুজ পিয়াল বনে।
কিষাণ চলে গ্রামীণ হাটে,
কিষাণ বালা নদীর ঘাটে।
অলস পায়ে সন্ধ্যা নামে
সাঁঝের বেলী ফুলে।
সাঁঝের প্রদীপ সাঁঝ আরতি
জোনাক জ্বলে ইতি উতি
অপার অসীম শান্তি নামে
নিশুত পথের ধুলে।
সেথায় আমি বনের পাখী
একটুকু তার বাসা,
সবার দুখে দুঃখী আমি
সবার সুখে হাসা।
ডুলুং নদীর কুলে,
শাল পিয়ালের ছায়ায় ঢাকা,
তমাল তরুমুলে ।
প্রভাত বেলা পাখির ডাকে,
ভোরের রাগিনী,
নদীর জলে অরু্নমনি
কোন সে মোহিনী।
সারাটা দিন মুখর থাকে
পাখীর কল তানে,
হলদে পাখির পালক খসে,
সবুজ পিয়াল বনে।
কিষাণ চলে গ্রামীণ হাটে,
কিষাণ বালা নদীর ঘাটে।
অলস পায়ে সন্ধ্যা নামে
সাঁঝের বেলী ফুলে।
সাঁঝের প্রদীপ সাঁঝ আরতি
জোনাক জ্বলে ইতি উতি
অপার অসীম শান্তি নামে
নিশুত পথের ধুলে।
সেথায় আমি বনের পাখী
একটুকু তার বাসা,
সবার দুখে দুঃখী আমি
সবার সুখে হাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শম্পা ০১/১২/২০১৪দারুন একটি কবিতা। খুব ভালো লাগলো।
-
অ ৩০/১১/২০১৪বেশ ভালো গ্রাম্য পরিবেশের ছবি একেছেন ।
মুগ্ধ হলাম । -
শিমুদা ৩০/১১/২০১৪চমৎকার গ্রামের বর্ণনা। খুব ভাল লাগল কবি।
-
অনিরুদ্ধ বুলবুল ৩০/১১/২০১৪বেশ সুন্দর মাটির গন্ধমাখা মিষ্টি কবিতা।
শুভেচ্ছা কবি -