বনবকুলের ছায়া ঘন এমন মদির বেলা
চল সাঙ্গাত ,
চল সাঙ্গাত কেঁদ খাইত্যে যাব
কেঁদতলে হুকুড় গুডুম লাচ লাগাঁইন দিব।
এমন ফাগুনের দিনে ,
ফুল ফুইটেছে বনে বনে,
কেনে ব্যুসে ঘরের কনে,
পরাগ রেনু গায়ে মাইখ্যে মন বহায়ে দিব।
ফুলদলে হুকুড় গুডুম লাচ লাগাঁইন দিব।
বন লতায় বেঁধ্যে ঝুলা
খেইলব নাগর ঝুলন খেলা,
পলাশ ফুলে রঙয়ের মেলা,
বন-বকুলের ছায়া ঘন এমন মদির বেলা
বনফুলের মালা গাঁইথ্যে গলায় পইরহেন লিব,
বকুলতলে হুকুড় গুডুম লাচ লাগাঁইন দিব।
উদিকে ককিলে ডাকে,
আদুরে মহুলের শাখে,
কোকিলা কামিনী-আঁখ্যে
তাকায়ে সাজনের দিকে,
হারায়ে কল্পনার চইখ্যে,
শর্বরী বিদায় লিছে চাঁদ ডুব ডুব,
চাঁদের আলোয় হুকুড় গুডুম লাচ লাগাঁইন দিব।
চল সাঙ্গাত কেঁদ খাইত্যে যাব
কেঁদতলে হুকুড় গুডুম লাচ লাগাঁইন দিব।
এমন ফাগুনের দিনে ,
ফুল ফুইটেছে বনে বনে,
কেনে ব্যুসে ঘরের কনে,
পরাগ রেনু গায়ে মাইখ্যে মন বহায়ে দিব।
ফুলদলে হুকুড় গুডুম লাচ লাগাঁইন দিব।
বন লতায় বেঁধ্যে ঝুলা
খেইলব নাগর ঝুলন খেলা,
পলাশ ফুলে রঙয়ের মেলা,
বন-বকুলের ছায়া ঘন এমন মদির বেলা
বনফুলের মালা গাঁইথ্যে গলায় পইরহেন লিব,
বকুলতলে হুকুড় গুডুম লাচ লাগাঁইন দিব।
উদিকে ককিলে ডাকে,
আদুরে মহুলের শাখে,
কোকিলা কামিনী-আঁখ্যে
তাকায়ে সাজনের দিকে,
হারায়ে কল্পনার চইখ্যে,
শর্বরী বিদায় লিছে চাঁদ ডুব ডুব,
চাঁদের আলোয় হুকুড় গুডুম লাচ লাগাঁইন দিব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাহেদ সরকার ২৪/১১/২০১৪nice poem. আমার পাতায় আসবেন।