ইরান ও বাংলাদেশ
বাংলাদেশ যখন হাফপ্যান্ট পরে ফুটবল খেলে সাফ চ্যাম্পিয়ন মেয়েদের মাথায় তুলে নাচছে, ইরান মেয়েদের হিজাবে মুখ লুকাতে বাধ্য করতে ৭৬ জন ছেলেকেই খুন করেছে। জ্ঞানী আম্বেদকর বলেছিলেন, 'নারীরা যে পরিমাণ অগ্রগতি অর্জন করেছে, তার সঙ্গে আমি একটি সম্প্রদায়ের অগ্রগতি পরিমাপ করি ‘। তার বিবেচনায়, বাংলাদেশ অবশ্যই ইরানের চেয়ে বেশী অগ্রসর বলে প্রতিয়মান হয়। উল্লেখ্য যে, হিজাবে মুখ ধাকা বা না ধাকা আধুনিকতার পরিচয় নয়, বরং নারীরা কতটুকু স্বাধীন তাই অগ্রসরতার বা প্রগতিশীলতার পরিমাপক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ৩০/১১/২০২৪সঙ্গত উপস্থাপন।
-
সুব্রত ব্রহ্ম ১০/১১/২০২৪খুব ভালো লাগলো।
-
পরিতোষ ভৌমিক ২ ১৪/০৬/২০২৩ভাল বলেছেন ।
-
সুপ্রিয় কুমার চক্রবর্তী ০৯/০৪/২০২৩অল্পের মধ্যে সুন্দর এক্সপ্রেশান !
-
মাসুম বাদল ১৪/০২/২০২৩https://t.me/pump_upp - best crypto pumps on telegram
Make 1000% and more within 1 day, join channel @pump_upp ! -
নাসিফ আমের চৌধুরী ০৫/০২/২০২৩ভালো লিখনি!
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৯/২০২২সুন্দর-ভাবনা।