বিদেশিনী বান্ধবী
তুমি আসবে কিনা জানি না,
তবু আমি অপেক্ষা করে আছি
তুমি আসো বা না আসো, আমার অপেক্ষা মিথ্যে হবার নয়;
আজ শীতের বৃষ্টিস্নাত সকাল বেলা—
ঠান্ডা পড়েছে খুব, দুপুর ১২টা পেরিয়ে গেল,
রবির কিরন নেই, মেঘ আর কুয়াশা চাঁদরে
প্রকৃতি স্থির হয়ে আছে;
কিন্তু আমি জানি তুমিও অস্থির আজ বড়ো
দ্বিধা-দ্বন্দ, সংকোচ আর অভিমান নিয়ে
হয়তো এখনো ব্লাংকেটের তলায় ওম নিচ্ছ!
লাইব্রেরীর এই ঘরে নেটওর্য়াক থাকে না, তাই
ফ্লাইট মুড অন করেছি মুঠোফোনে, দুনিয়া থেকে
এখন বিচ্ছিন্ন আমি, শুধু তুমি আসবে বলে…
এসো বান্ধবী, তুমি এসো, আমি প্রতীক্ষায় আছি;
তুমি না বলেছিলে নেকস্টবারে তোমাকে নুডুলস
খাওয়াতে হবে, তাহলে এখনো আসছ না কেন?
শীতের এই দুপুর বেলা নুডুলস খাওয়ার পক্ষে দারুন,
শুধু শীতের একটু নরম কামড়
সহ্য করতে হবে, এই যা !
আমি আজ প্রতীক্ষায় আছি, তুমিও কি ছিলে গতকাল?
সত্যি বুঝি অভিমানে আজ আসবে না বলে সংকল্প করেছো?
আমাকে ভুল বোঝ না, ওহে বিদেশিনী বান্ধবী
সত্যিই আমি গতকালও প্রতীক্ষায় ছিলাম,
মনে মনে-- যদিও আসিনি !
ভালোলাগার মাঝে একটুও কি
বিরহের প্রয়োজন নেই বলো !
ভালোলাগার অনুভূতি বিরহের বেদনায় আসলে,
আরো একটু উজ্জল করাই ছিল আমার প্রয়াস।
তবু আমি অপেক্ষা করে আছি
তুমি আসো বা না আসো, আমার অপেক্ষা মিথ্যে হবার নয়;
আজ শীতের বৃষ্টিস্নাত সকাল বেলা—
ঠান্ডা পড়েছে খুব, দুপুর ১২টা পেরিয়ে গেল,
রবির কিরন নেই, মেঘ আর কুয়াশা চাঁদরে
প্রকৃতি স্থির হয়ে আছে;
কিন্তু আমি জানি তুমিও অস্থির আজ বড়ো
দ্বিধা-দ্বন্দ, সংকোচ আর অভিমান নিয়ে
হয়তো এখনো ব্লাংকেটের তলায় ওম নিচ্ছ!
লাইব্রেরীর এই ঘরে নেটওর্য়াক থাকে না, তাই
ফ্লাইট মুড অন করেছি মুঠোফোনে, দুনিয়া থেকে
এখন বিচ্ছিন্ন আমি, শুধু তুমি আসবে বলে…
এসো বান্ধবী, তুমি এসো, আমি প্রতীক্ষায় আছি;
তুমি না বলেছিলে নেকস্টবারে তোমাকে নুডুলস
খাওয়াতে হবে, তাহলে এখনো আসছ না কেন?
শীতের এই দুপুর বেলা নুডুলস খাওয়ার পক্ষে দারুন,
শুধু শীতের একটু নরম কামড়
সহ্য করতে হবে, এই যা !
আমি আজ প্রতীক্ষায় আছি, তুমিও কি ছিলে গতকাল?
সত্যি বুঝি অভিমানে আজ আসবে না বলে সংকল্প করেছো?
আমাকে ভুল বোঝ না, ওহে বিদেশিনী বান্ধবী
সত্যিই আমি গতকালও প্রতীক্ষায় ছিলাম,
মনে মনে-- যদিও আসিনি !
ভালোলাগার মাঝে একটুও কি
বিরহের প্রয়োজন নেই বলো !
ভালোলাগার অনুভূতি বিরহের বেদনায় আসলে,
আরো একটু উজ্জল করাই ছিল আমার প্রয়াস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৯/০৩/২০২২অনুপম লেখনী
-
জানবক্স খান ১২/০৩/২০২২সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৩/২০২২অনুভবে প্রকাশে অপরূপ
-
জামাল উদ্দিন জীবন ১১/০১/২০২২সুন্দর।
-
আলমগীর সরকার লিটন ১১/০১/২০২২বেশ অনুভূতির প্রকাশ
-
ফয়জুল মহী ১০/০১/২০২২অসাধারণ
-
উবায়দুল্লাহ ফারুক ১০/০১/২০২২অনেক সুন্দর লিখেছেন।