রবিন্দ্রনাথ ঠাকুরের কেন বর্ষা কাল প্রিয় ছিল
রবিন্দ্রনাথ ঠাকুরের কেন বর্ষা কাল প্রিয় ছিল তার কিছুটা আজ উপলব্ধি করতে পারলাম। করোনা বন্দি হয়ে আজও সারা দিন রুমে বন্দি আছি। ভাবছি নিজের পরবর্তী লেখা নিয়ে।
দেখছি বাইরে রোদ, মেঘলা, বৃস্টি বা দমকা হাওয়ার খেলা চলছে। আমার জালানার কাঁচ গলে রোদ এসে একটু লুটোপুটি খেল তো আবার মেঘলা হয়ে গেল। কিছুক্ষন না যেতেই আবার বৃষ্টি। এমনি সারা দিন চলছে আজ।
শুনি আম বা অন্য কিছু গাছের বড় পাতার উপরে বযে যাওয়া বাতাসের শব্দ। যেন বেস গিটারের মোটা গলার সূর। একটু দূরে ছোট্ট বন। সেখানে অসংখ্য বাঁশ গজিয়ে উঠেছে বৃষ্টির জলে। পাতাগুলো ছোট ছোট, বাতাসে কাঁপে থরথর। যেন গিটারের চিকন তারের মিষ্টি মিহি সূর।আকাশে গাভির মতন চরছে ধূসর বা কালো মেঘ। কখনো সূর্যের উঁকিঝুঁকি।
এমন দিন রবিন্দ্রনাথ ঠাকুর কেন আর সবারই প্রিয় হবার কথা।
দেখছি বাইরে রোদ, মেঘলা, বৃস্টি বা দমকা হাওয়ার খেলা চলছে। আমার জালানার কাঁচ গলে রোদ এসে একটু লুটোপুটি খেল তো আবার মেঘলা হয়ে গেল। কিছুক্ষন না যেতেই আবার বৃষ্টি। এমনি সারা দিন চলছে আজ।
শুনি আম বা অন্য কিছু গাছের বড় পাতার উপরে বযে যাওয়া বাতাসের শব্দ। যেন বেস গিটারের মোটা গলার সূর। একটু দূরে ছোট্ট বন। সেখানে অসংখ্য বাঁশ গজিয়ে উঠেছে বৃষ্টির জলে। পাতাগুলো ছোট ছোট, বাতাসে কাঁপে থরথর। যেন গিটারের চিকন তারের মিষ্টি মিহি সূর।আকাশে গাভির মতন চরছে ধূসর বা কালো মেঘ। কখনো সূর্যের উঁকিঝুঁকি।
এমন দিন রবিন্দ্রনাথ ঠাকুর কেন আর সবারই প্রিয় হবার কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ২৮/০৭/২০২০নতুন তথ্যবহুল।
-
ফয়জুল মহী ১৯/০৭/২০২০বেশ অন্যরকম চিন্তার অনবদ্য প্রকাশ