www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা উৎসব (শুধু বিবাহিতের জন্য)

বনলতার মুখমন্ডল সদা হাস্যেজ্জল
স্নিগ্ধ তনু, চিকন গড়ন—
মিহি গলা, রঙিন উচ্ছল;
যখন ইচ্ছে হয় তখনি ডুব দিই
সাতাঁর কাটি কোমল বুক জুড়ে।
আমার ভালোলাগে উঞ্চতা,
তার মুখে মুচকি প্রশ্রয়;
ভালোবাসা নয় শুধু মনের মিলন,
দুটি আত্নার আত্তস্থকরন;
ভালোবাসা হলে,
কাঁপে হৃদয়, জাগে কায়া;
দেহ চায় দেহের সন!
মনেতে এক, শরীরে এক,
ভুলি দুঃখ-হতাশা তুচ্ছতা সব--
আমরা দুজন করি ভালোবাসা উৎসব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast