ভালোবাসা উৎসব (শুধু বিবাহিতের জন্য)
বনলতার মুখমন্ডল সদা হাস্যেজ্জল
স্নিগ্ধ তনু, চিকন গড়ন—
মিহি গলা, রঙিন উচ্ছল;
যখন ইচ্ছে হয় তখনি ডুব দিই
সাতাঁর কাটি কোমল বুক জুড়ে।
আমার ভালোলাগে উঞ্চতা,
তার মুখে মুচকি প্রশ্রয়;
ভালোবাসা নয় শুধু মনের মিলন,
দুটি আত্নার আত্তস্থকরন;
ভালোবাসা হলে,
কাঁপে হৃদয়, জাগে কায়া;
দেহ চায় দেহের সন!
মনেতে এক, শরীরে এক,
ভুলি দুঃখ-হতাশা তুচ্ছতা সব--
আমরা দুজন করি ভালোবাসা উৎসব।
স্নিগ্ধ তনু, চিকন গড়ন—
মিহি গলা, রঙিন উচ্ছল;
যখন ইচ্ছে হয় তখনি ডুব দিই
সাতাঁর কাটি কোমল বুক জুড়ে।
আমার ভালোলাগে উঞ্চতা,
তার মুখে মুচকি প্রশ্রয়;
ভালোবাসা নয় শুধু মনের মিলন,
দুটি আত্নার আত্তস্থকরন;
ভালোবাসা হলে,
কাঁপে হৃদয়, জাগে কায়া;
দেহ চায় দেহের সন!
মনেতে এক, শরীরে এক,
ভুলি দুঃখ-হতাশা তুচ্ছতা সব--
আমরা দুজন করি ভালোবাসা উৎসব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জানবক্স খান ১১/০৭/২০২০Thank you All.
-
Md. Rayhan Kazi ১১/০৭/২০২০অসাধারণ লেখনী
-
ফয়জুল মহী ১০/০৭/২০২০অসাধারণ উপস্থাপন I
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৭/২০২০এই করোনায় নিরাপদে থাকুন।
-
কুমারেশ সরদার ১০/০৭/২০২০সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৭/২০২০সুন্দরই হয়েছে।
-
মোঃ শাহাদাত শিকদার ১০/০৭/২০২০অসাধারন লিখেছেন। কবি আরও এমন কবিতা চাই আগামিতে।